অনেক আকুতি করেও বাঁচতে পারেনি ইঞ্জিনিয়ার বেলাল | সংবাদ চিত্র

অনেক আকুতি করেও বাঁচতে পারেনি  ইঞ্জিনিয়ার বেলাল | সংবাদ চিত্র
অনেক আকুতি করেও বাঁচতে পারেনি  ইঞ্জিনিয়ার বেলাল | সংবাদ চিত্র

আরিফ হোসেন।। 

ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চর মানিকা ইউনিয়নের বাসিন্দা সিভিল ইঞ্জিনিয়ার মোঃ বেল্লাল হোসেন (২৫) ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (৮ নভেম্বর) তার নিজ বাড়ীতে তিনি মারা যান।

মোঃ বেল্লাল হোসেন দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৩নং ওয়ার্ডের উত্তর চরমানিকা গ্রামের মোঃ হাতেম সিকদারের জৈষ্ঠ্য পুত্র সন্তান। বেল্লাল হোসেন ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন। তার অকাল মৃত্যুতে অনেকেই ব্যথিত হয়েছেন এবং শোকের ছায়া নেমে এসেছে পুড়ো এলাকা জুড়ে।

বেল্লাল হোসেনের পিতা হাতেম সিকদার জানান, তার ছেলে বেল্লালের স্বপ্ন ছিল সে পড়াশুনা শেষ করে ভালো একটি চাকরি নিয়ে সংসারের হাল ধরবেন। তাই ছেলের স্বপ্ন পূরণে অনেক প্রতিকূলতা পাড়ি দিয়ে সংসারের টানাপোড়ান উপেক্ষা করে ছেলেকে পড়াশুনা করিয়েছি। তার চিকিৎসার জন্য জমিজমা বিক্রি করে ৮ লাখ টাকা ব্যয় করেছি। সে দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন।