চরফ্যাশন জনতা বাজারে অগ্নিকাণ্ডে ২৬ দোকান পুড়ে ছাই | সংবাদ চিত্র

চরফ্যাশন জনতা বাজারে অগ্নিকাণ্ডে ২৬ দোকান পুড়ে ছাই | সংবাদ চিত্র

ভোলার চরফ্যাশন উপজেলায় জনতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার দিবাগত আনুমানিক রাত ২টা৩০মিঃ দিকে উপজেলার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে প্রায় ৯০ লক্ষ  টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্হানীয়ভাবে জানা যায়।



প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,গতকাল মধ্য রাতে বিদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চরফ্যাশনের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে জনতা বাজারের মুদি, ওষুধ, চায়ের দোকানসহ বিভিন্ন প্রকারের ছোট-বড় ২৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।


চরফ্যাশন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান বলেন, রাত আড়াইটার দিকে ৯৯৯ নন্বরে কল পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের অনেক চেস্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনা সন্ভব হয়েছে। 

তিনি জানান, অগ্নিকাণ্ডে ২৬টি দোকান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকার ক্ষতিগ্রস্হ হয়েছে।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।