ভরা মৌসুমেও ভোলা জেলায় মিলছে না কাঙ্খিত ইলিশ | সংবাদ চিত্র

ভরা মৌসুমেও ভোলা জেলায়  মিলছে না  কাঙ্খিত  ইলিশ | সংবাদ চিত্র
ভরা মৌসুমেও ভোলা জেলায়  মিলছে না  কাঙ্খিত  ইলিশ | সংবাদ চিত্র

মেঘনা, তেঁতুলিয়া ও ইলিশা নদীবেষ্টিত দ্বীপ জেলা ভোলা। এ জেলায় প্রায় দুই লাখ জেলে ইলিশ মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।আষাঢ় মাস হচ্ছে ইলিশের ভরা মৌসুম। কিন্তু এ বছর জ্যৈষ্ঠ শেষ হয়ে আষাঢ় মাসের ১০দিন চলে গেলেও নদীতে ইলিশের দেখা নেই।
হাজার হাজার টাকা খরচ করে নদীতে গিয়ে হাতে গণা কয়েকটি  ইলিশ নিয়ে হতাশ হয়ে ঘাটে ফিরতে জেলেরা। এতে তাঁদের খরচও উঠছে না। তাই অনেক জেলে নদীতে মাছ ধরা বন্ধ করে দিয়েছেন। নদীতে মাছ না থাকায় উর্ধগতির দ্রব্যমুল্যের বাজারে পরিবার-পরিজন নিয়ে চরম বিপাকে রয়েছেন তাঁরা।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গত অর্থবছরে ভোলায় এক লাখ ৭৫ হাজার ৩৯০ টন ইলিশ উৎপাদন হয়েছে। চলতি বছর এক লাখ ৮২ হাজার টন ইলিশ উৎপাদন হবে বলে আশা করছে মৎস্য বিভাগ।

বিভিন্ন মাছঘাট সূত্রে জানা গেছে, ইলিশের ভরা মৌসুম হলেও অনেক ঘাটে বেকার সময় পার করছেন জেলেরা। কিছু কিছু জেলে নদীতে গেলেও ফিরছেন শূন্য হাতে। দু-চারটি ইলিশ মিললেও খরচের টাকা উঠছে না। দীর্ঘদিন লোকসানের মুখে পড়ে অনেকে এখন জেলে পেশা ছেড়ে দিচ্ছেন। ঘাটের আড়তগুলোতেও তেমন কোনো কর্মব্যস্ততা নেই। আড়ৎদাররা বসে বসে অলস সময় পার করছেন।

কিছু জেলে নদীতে গেলেও ফিরছেন শূন্য হাতে। দু-চারটি ইলিশ মিললেও খরচের টাকা উঠছে না। দীর্ঘদিন লোকসানের মুখে পড়ে অনেকে এখন জেলে পেশা ছেড়ে দিচ্ছেন। ঘাটের আড়তগুলোতেও তেমন কোনো কর্মব্যস্ততা নেই। আড়ৎদাররা বসে বসে অলস সময় পার করছেন।

আশা করা যাচ্ছে আগামী মাস থেকেই নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া যাবে। এত দিন জেলেদের যে ক্ষতি হয়েছে, তখন তা পুষিয়েও নিতে পারবেন তাঁরা। ইলিশ ধরা পরলে গত বছরের চেয়ে এ বছর ইলিশের উৎপাদন আরো বাড়বে।