চরফ্যাসনে  জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত | সংবাদ চিত্র

চরফ্যাসনে  জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত | সংবাদ চিত্র

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা): "বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনী সেবার দ্বার উন্মোচন " স্লোগানে
চরফ্যাসনে  জাতীয় আইনগত সহায়তা দিবসে  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০ টায় চরফ্যাসন উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে চরফ্যাসনে আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চরফ্যাসনের ভারপ্রাপ্ত  লিগ্যাল এইড অফিসার   মোস্তাফিজুর রহমান। 
অনুষ্ঠানে  বক্তব্য দেন- সিনিয়র সহকারী জজ আলমগীর কবির, চরফ্যাসন আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ছিদ্দিক মাতাব্বর,সাধারণ সম্পাদক এডভোকেট মোজাম্মেল হক, আইনজীবী নাবিল সরমান। 

বক্তারা বলেন, অসহায় মানুষ যাতে কোন অর্থব্যয় ছাড়া আইনী সেবা পায় সেজন্য কাজ করে যাচ্ছে  লিগ্যাল এইড অফিস। লিগ্যাল এইড কমিটি ধনী দরিদ্র সকলকে আইনি পরামর্শ দেওয়াসহ পারস্পরিক আপোষ মিমাংসায় উদ্বুদ্ধকরণে কাজ করে এবং দরিদ্রদের বিনামূল্যে আইনিসেবা প্রদান করে। 
অনুষ্ঠানে  আইনজীবী, পুলিশ, আইনজীবী সহকারী, আদালতের স্টাফসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।