চরফ্যাশনে মাদকবিরোধী কর্মশালা | সংবাদ চিত্র

চরফ্যাশনে মাদকবিরোধী কর্মশালা | সংবাদ চিত্র

ভোলার চরফ্যাশনে মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় এই কর্মশালা।

উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় চরফ্যাশন উপজেলা নিবার্হী অফিসার, আল নোমান (রাহুল) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, ওসি মিজানুর রহমান পাটোয়ারী, ওসি আনোয়ারুল হক, ইউপি চেয়ারম্যান মো.হোসেন মিয়া,সেলিম হাওলাদার, নাজিম হাওলাদারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ কর্মশালায় সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এসময় স্বাগত বক্তব্য রাখেন ভোলা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক একেএম দিদারুল আলম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন বলেন,পাড়া মহল্লা ও গ্রাম পর্যায়ে চেয়ারম্যান মেম্বার ও গ্রামপুলিশসহ সামাজিক রাজনৈতিক ব্যাক্তিদের নিয়ে একটি কমিটি গঠন করতে হবে। আর ওই কমিটির মাধ্যমে এলাকা পর্যায়ে মাদক কারবারিসহ মাদক সেবনকারিদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। মাদকের প্রভাব থেকে যুব সমাজ ও তরুণ প্রজন্মকে বাঁচাতে সচেতনতাসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণে উদ্যোগ নিতে হবে। 
এছাড়াও বক্তারা তাদের বক্তব্যে স্থানীয় পর্যায়ে মাদকদ্রব্য নিমূলের বিভিন্ন দিক তুলে ধরেন। সমাজ থেকে মাদক নির্মূল করতে সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহবান জানানো হয়।