পদ্মায় ট্রলারডুবিতে নিখোঁজ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার | সংবাদ চিত্র

পদ্মায় ট্রলারডুবিতে  নিখোঁজ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার | সংবাদ চিত্র
পদ্মায় ট্রলারডুবিতে  নিখোঁজ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার | সংবাদ চিত্র

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে  শেষে  শিবচর থেকে ট্রলারযোগে মাওয়া যাওয়ার সময়ে  আকস্মিকভাবে পদ্মাসেতুর নীচে  ট্রলারডুবিতে নিখোঁজ ছাত্রলীগ নেতা আল আশরাফ তামিম(২৫)এ'র মরদেহ পাওয়া গেছে।

আজ সোমবার বিকালে শরীয়তপুর জেলার জাজিরা থানার কুন্ডেরচর ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ চিডার চর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেছে জাজিয়া থানা পুলিশ।
পরে তামিমের ভগ্নিপতি ইউনুস মিয়াসহ নিকটাত্নীয়রা পরিহিত পোশাক দেখে তামিমের লাশ শনাক্ত করে।
ছাত্রলীগ নেতা তামীম (২৫)ভোলার চরফ্যাশন সরকারী কলেজ  শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ছিলেন।

উল্লেখ্য গত শনিবার প্রধানমন্ত্রীর জনসভা শেষে  ঢাকা যেতে (মাওয়া) তামিম ও তার বন্ধু বান্ধব সহ ১৫ জন  একটি ট্রলারে উঠে। ট্রলারটি পদ্মায় উত্তাল ঢেউয়ের মধ্যে পাড়ি দিতে গিয়ে হঠাৎ  উল্টে  যায়।তারা প্রায় পৌনে ১ ঘন্টা নদীতে ভাসমান থাকার পরে কোন কুল কিনারা না পেয়ে বাঁচার জন্য চিৎকার করতে থাকে।

প্রধানমন্ত্রীর জনসভার কারনে ঐদিন সরকারি নৌযান ছাড়া অন্য নৌযান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় আশপাশে কোন নৌযান ছিলনা।
এসময়ে সরকারি কাজে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার সরকারি জনবলসহ  স্পীড বোট নিয়ে দূর্ঘটনা কবলিত এলাকার পাশ দিয়ে  তাৎক্ষনিক যাচ্ছিলেন।হঠাৎ মাঝ নদীতে এই দৃশ্য দেখে সচিব তার বোট থেকে বয়া ও দড়ির সাহায্যে তাদেরকে  উদ্ধার করে।
সাঁতার না জানার কারনে হতভাগ্য তামিমকে তার সহযাত্রীরা অনেক খোঁজাখুজি করেও পায়নি।
ট্রলার ডুবির তৃতীয়দিনে (সোমবার) জাজিরা থানার অদূরে চিডার চরে ভাসমান অবস্হায় তামিমের লাশ উদ্ধার হয়।

ঘটনার  তামিমের মামাতো ভাই মিজানুর রহমান গত শনিবার বিকালে নবগঠিত পদ্মাসেতু (উত্তর) থানায়  একটি সাধারণ ডায়েরী করেন।ডায়েরী নং ১০৫।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে কাল মঙ্গলবার বেলা ১১ঘটিকায়  চরফ্যাশন কেন্দ্রিয়  ঈদগা ময়দানে শহিদ তামিমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।