অসীম সাহসিকতা ও দূরদর্শিতার পরিচয় দিলেন একজন শরিফুল ইসলাম | সংবাদ চিত্র

অসীম সাহসিকতা ও দূরদর্শিতার পরিচয় দিলেন একজন শরিফুল ইসলাম | সংবাদ চিত্র
অসীম সাহসিকতা ও দূরদর্শিতার পরিচয় দিলেন একজন শরিফুল ইসলাম | সংবাদ চিত্র

একজন শরীফুল ইসলাম।তিনি বি আই ডব্লিউ টি এর সহকারি পরিচালক।বাড়ি তার ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়।ঢাকা থেকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন শেশে জন্মভূমি চরফ্যাশন থেকে আসা  নেতা- কর্মিদের সাথে সাক্ষাৎ শেষে ট্রলার নিয়ে মাওয়া যাওয়ার পথে ট্রলার দূর্ঘটনা।উক্ত ট্রলারে ঢাকাগামী চরফ্যাশনের আরও ১৩/১৪জন  যাত্রী ছিল।শনিবার দুপুর ১-৩০ মিঃ পদ্মা নদীতে উত্তাল ঢেউয়ের মধ্যে আকস্মিকভাবে  ট্রলারডুবে যায়।যাত্রীরা পোনে ১ঘন্টা ভাসতে থাকে নদিতে।এসময়  সহযোদ্ধাদের বাচাঁতে আসেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচীব কবির বিন আনোয়ার।তার সাথে উদ্ধার অভিযানে অসীম সাহসীকতা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন শরিফুল ইসলাম।
২৫ জুন পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান থেকে ফিরে মাওয়া ঘাটে যাওয়ার পথে ট্রলার ডুবিতে চরফ্যাশন উপজেলার ১৫জন ঘন্টাব্যাপী পদ্মায় পড়ে বাচাঁর সংগ্রামে হাবুডুবু খায়।নিজেসহ তাদের বাঁচাতে যে অসীম সাহসীকতার পরিচয় দিয়েছেন তা চরফ্যাশনের মানুষের হ্নদয়ে বিরল ঘটনা হয়ে থাকবে।

প্রায় ঘন্টাকাল সময়  অথৈই নদীতে পড়ে সাতার কাটতে কাটতে দুর্বল হয়ে পড়ছিল ঠিক সেই মুহুর্তে অদুর দিয়ে স্প্রীড বোর্ট নিয়ে যাচ্চিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচীব কবিব বিন আনোয়ার।তিনি  দ্রুত চলে যাচ্ছেন প্রধানমন্ত্রীর  জনসভার দিকে।এসময়  তার সাথে থাকা স্টাফদের কাছে তিনি জানতে চান নদীতে অনেকগুলো লোক এমন করছে কেন। এবং এরা কারা।তারা জানায়, স্যার উনারা মনে হয় জেলে। নদীতে জাল আটকে গেছে তাই সবাই নেমে হয়তো জাল ছাড়াচ্ছে।কবির বিন আনোয়ার তাদেরকে বললো স্প্রীড বোর্ট ঘুরাও এবং তাদের দিকে মুভ করো। এরপরে  মোবাইলে জুম করে ভিডিও  দেখেন কয়েকজন মানুষ বাঁচার জন্য আকুতি মিনতি করছে।তাদের উদ্ধার করার জন্য দুর থেকে বট ও বয়া ছাড়ে।কয়েকজন দড়ি দিয়ে টেনে ১৩/১৪ জনকে বোর্টে উঠানো হলো।কিন্তু শরিফুল ইসলাম আহত হয়ে নিজে না উঠে জীবন বাজী রেখে  অসীম সাহস নিয়ে নদীতে ফালানো একটি বয়া নিয়ে দুই জনকে উঠানোর পর আবার অনেক  দুরে ভেসে যাওয়া ছাত্রলীগ সভাপতি  মেহেদি হাসান সোহাগকে নিয়ে দ্বিতীয় দফায় সচিবের বোর্টে উঠেন।

সবাই উঠতে পারলেও সাঁতার না জানা ছাত্রলীগ নেতা তামিমকে উদ্ধার করা যায়নি। উপরে উঠানোর পরে জীবিত সবার ছবি পোস্ট করে জানিয়ে দিলেন শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা আমাদের হেফাজত করেছেন এবং আমরা বেঁচে আছি।শুধু দুর্ভাগ্য  আমাদের সাহযাত্রী  ছাত্রলীগ নেতা তামিমকে আমরা  এখনও খুঁজে পাইনি।

একজন শরীফুল ইসলামের অসীম সাহসীকতা, উদারতা, দুরদর্শিতা,বিচক্ষনতা, আন্তরিকতা,মানুষের ভালোবাসায় আপনি  এগিয়ে নিয়ে যাবেন অনেকদূর।