চরফ্যাশনে মনির আহমেদ শুভ্র শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত-সংবাদ চিত্র

চরফ্যাশনে মনির আহমেদ শুভ্র শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত-সংবাদ চিত্র

আমিনুল ইসলাম।।ভোলার চরফ্যাশন নীলিমা জ্যাকব কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ সালের উচ্চ মাধ্যমিকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন৷ শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য ভোলা জেলায় উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপন কমিটির মনোনয়নে উচ্চ মাধ্যমিকরপর্যায়ে অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্রকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত বিবেচিত করা হয়।

পশ্চিমাঞ্চলে  উচ্চ শিক্ষা প্রসারে মনির আহমেদ শুভ্র অধ্যক্ষ হিসেবে নীলিমা জ্যাকব কলেজে  যোগদানের পর অত্যন্ত  সততা নিষ্ঠা ও  দক্ষতার সাথে  দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষা প্রসারে বিভিন্ন বিভিন্ন বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছেন। শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি নিয়মিত ডিজিটার পদ্ধতিতে মাল্টিমিডিয়া ক্লাস  কার্যক্রম পরিচালনা করে আসছেন৷ দায়িত্ব গ্রহণের পর তিনি নীলিমা জ্যাকব কলেজের একাডেমিক কার্যক্রমসহ উন্নয়ন কাজ করেছেন। 

এছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়ে  শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান- চরফ্যাশন সরকারি কলেজ, শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক হিসেবে মোঃ আলাউদ্দিন,শ্রেষ্ঠ শিক্ষার্থী আনুজা বিনতে মোশাররফ স্নেহা (একাদশ শ্রেণী, ফাতেমা মতিন মহিলা ডিগ্রি কলেজ)৷ মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান জিল্লুর রহমান তুহিন (প্রধান শিক্ষক) টাউন মাধ্যমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক- তাসলিমা বেগম (সহকারী প্রধান শিক্ষক) চরফ্যাসন সরকারি টিবি মডেল মাধ্যমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ শিক্ষার্থী- সাদিয়া আফরোজ নুহা (১০ম শ্রেণী, সরকারি টিবি মডেল মাধ্যমিক বিদ্যালয়)৷
মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান- করিমজান মহিলা কামিল মাদ্রাসা। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান- মোঃ ছালেহ উদ্দিন। (সুপার)উত্তর মাদ্রাজ ওয়াহেদিয়া দাখিল মাদরাসা৷