লালমোহন নাজিরপুর ঘাট থেকে কালাইয়া-বাউফল-ঢাকা যেতে সহজ রুট | সংবাদ চিত্র

লালমোহন নাজিরপুর ঘাট থেকে কালাইয়া-বাউফল-ঢাকা যেতে  সহজ রুট | সংবাদ চিত্র

পদ্মা সেতু হওয়ায় দক্ষিণাঞ্চল ভোলার মানুষের ভাগ্য খুলেনি।লঞ্চ ছাড়া তাদের কোন গতি নেই।জরুরি প্রয়োজনে দ্রুত সময়ে  সড়কপথে ঢাকা যেতে নাজিরপুর রুটে কালাইয়া-বাউফল-ঢাকা যাতায়াত করতে  সময় লাগবে মাত্র ছয় ঘন্টা। পদ্মাসেতু হওয়ায় দক্ষিণাঞ্চলের ভোলা জেলা ব্যথিত ২০জেলার মানুষের সুবিধা হয়েছে।

যোগাযোগ ব্যবস্হায় মুল ভুখন্ডের সাথে ভোলা-বরিশাল সেতুর অভাবে ভোলাবাসীর দূর্ভোগ কাটেনি। সড়ক পথের চেয়ে ভোলা হাকিমুদ্দিন ঘাট থেকে দিবা সার্ভিসের লঞ্চগুলো এখন ভোলার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।

সড়ক পথে আরও কম সময়ে পদ্মা সেতু হয়ে ঢাকার যাত্রীদের  ভেদুরিয়া হয়ে লঞ্চে বা স্পীড বোটে বরিশাল হয়ে ঢাকা যাতায়াত করতে হয়,এতে ভোলা শহরের আশপাশের মানুষের সুবিধা থাকলেও চরফ্যাশন দক্ষিণ আইচা,শশীভুষন,দুলার হাট লালমোহন, তজুমদ্দিন মনপুরা উপজেলার মানুষের পক্ষে অনেক সময় নিয়ে সন্ভব নয় ভোলার ভেদুরিয়া হয়ে বরিশাল থেকে পদ্মাসেতু দিয়ে ঢাকা যাওয়া।

ভোলার দক্ষিণের মানুষের সহজ রুট হতে পারে নাজিরপুর- কালাইয়া হয়ে পটুয়াখালী থেকে ঢাকা। চরফ্যাশন দক্ষিণ আইচা লালমোহন এলাকার মানুষের জন্য ঢাকা যেতে  হতে পারে সহজ রুট। নাজিরপুর হয়ে কালাইয়া দিয়েমাত্র  পাঁচ ঘন্টায় ঢাকা যাওয়া সম্ভব।

কিভাবে যাবেন-

 নাজিরপুর ঘাটে এসে তেঁতুলিয়া নদী পাড় হয়ে কালাইয়া যেতে হবে। নাজিরপুর ঘাটে কালাইয়া যাওয়ার স্পীড বোট আছে। ২০ মিনিটের নৌ-পথ। ভাড়া ২০০-২৫০ টাকা। এছাড়া লঞ্চও আছে। এতে ১ ঘন্টা ২০ মিনিট সময় লাগবে। ভাড়া ১০০ টাকা। নাজিরপুর থেকে সকাল ৭ টা৩০মিঃ ৮টা৩০মিঃ, ৯টা ৩০মিঃ, ১০টা৩০মিঃ ১২ টা, ১টা৪৫মিঃ, ২টা৩০মিঃ, ৪ টা ও ৫ টায় লঞ্চ ছাড়ে।এরপর কালাইয়া নেমে বাউফল থেকে সরাসরি বাসে ঢাকা যাওয়া যায়। 

বাউফল থেকে প্রতিদিন সকালে ২টি এসি বাস সরাসরি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সকাল ৭.৩০ মিনিটে বিআরটিসি বাস এবং ৮ টায় চেয়ারম্যান’ বাস ছাড়ে। বাউফল থেকে ঢাকা যেতে ৬ ঘন্টা সময় লাগে। ঢাকা যেতে  কালাইয়া গিয়ে সিএনজি, অটো বা ভাড়ায় চালিত মোটর বাইকে বগা অথবা লেবুখালী ব্রিজ পর্যন্ত।

কালাইয়া থেকে বগা ফেরিতে প্রায় ১০ কিলোমিটার নৌপথ। কালাইয়া থেকে লেবুখালী পর্যন্ত ২৪ কিলোমিটার। বগা এলাকা থেকেও ঢাকার বাস ছাড়ে। লেবুখালী ব্রিজ পাড় হয়ে  পাগলার মোড় বাস কাউন্টার থেকে ঢাকার বাস। সেখান থেকে বিভিন্ন কোম্পানির বাস নিয়মিত ঢাকার উদ্দেশ্যে সরাসরি ছাড়ে। এই বাস পদ্মা সেতু পাড় হয়ে ঢাকায় যায়।কালাইয়া থেকে বরিশালে  দুই ঘন্টায় যাওয়া যায়।

এই রুটটি ব্যবহার করলে  নাজিরপুর ঘাট থেকে স্পীড বোটে কালাইয়া পৌঁছাতে সময় লাগে ২০ মিনিট, কালাইয়া থেকে লেবুখালী ব্রিজ মোটরসাইকেল অথবা সিএনজিতে প্রায় ১ ঘন্টা সময় লাগে। এতে ভোলার ভেদুরিয়া হয়ে বরিশাল যাওয়ার চেয়ে অনেক কম সময় লাগে।

লালমোহন নাজিরপুর ও কালাইয়ার রুটে সরকার ফেরি দেওয়ার পরিকল্পনা দিচ্ছে। ইতোমধ্যে কালাইয়া এলাকায় নৌরুটটি পরিদর্শন করেছেন সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি, ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

এখানে ফেরি দেয়া হলে লালমোহন, চরফ্যাশন সহ ভোলার দক্ষিণাঞ্চলের মানুষ আরও দ্রুত ও সহজে রাজধানী ঢাকার সাথে  পদ্মা সেতুতে যাতায়াত করতে পারবে। পটুয়াখালীর বাউফল দশমিনা,কালাইয়ার অধিকাংশ মানুষ লক্ষ্মীপূর ও চট্টগ্রাম যাতায়াত করতে কালাইয়া- নাজিরপুর রুট ব্যবহার করেছে।নাজিরপুরে  ফেরি সার্ভিস দেয়া হলে যোগাযোগ মাধ্যমে  উভয় জেলার মধ্যে সেতুবন্ধন হবে।