কোরবানির পশুর হাটে মাস্ক পরে ঢুকতে হবে | সংবাদ চিত্র

কোরবানির পশুর হাটে  মাস্ক পরে  ঢুকতে হবে | সংবাদ চিত্র

করোনা মহামারী বেড়ে যাওয়ায় কোরবানির পশুর হাটে মাস্ক পরে ঢুকতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২৯ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণবিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান।


তিনি জানান, এ বছর  ঘরমুখো মানুষের নিরাপত্তা নিরাপত্তায় গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে ওয়াচ টাওয়ার নির্মাণ করে বাইনোকুলার ও সিসি ক্যামেরার মাধ্যমে সন্ত্রাসী, চাঁদাবাজ, পকেটমারসহ অন্যান্য দুষ্কৃতকারীদের নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বছর বাস, লঞ্চ, ট্রেন ও ফেরিঘাট ছাড়াও পদ্মা সেতুর দু-পাড়ে গোয়েন্দা নজরদারি থাকবে।

সারা দেশে  হাটগুলোতে  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। পশুর হাটে মাস্ক পরে ঢুকতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে। পশুর হাটের টাকা পুলিশের সহযোগিতায় বহন করতে পারবেন ব্যবসায়ীরা। কাঁচা চামড়া বিদেশ যাতে পাচার না হতে পারে, সেদিকেও নজরদারি থাকবে।

 সারাদেশে জেলা, উপজেলায় হাটবাজারে চুরি-ডাকাতি, ছিনতাই সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে পুলিশ, র‌্যাব থাকবে।