সিঙ্গাপুরের নেয়ার কথা বলে ভাতিজার সঙ্গে ফুফুর প্রতারণা-সংবাদ চিত্র

সিঙ্গাপুরের নেয়ার কথা বলে ভাতিজার সঙ্গে ফুফুর প্রতারণা-সংবাদ চিত্র

এম আবু সিদ্দিক।।সিঙ্গাপুরে পাঠানোর কথা বলে প্রতারণার মাধ্যমে ৪ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ফুফুর বিরুদ্ধে।

প্রতারক ওই নারীর নাম আলেয়া বেগম। আলেয়ার বাড়ি ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার কুতবা ইউনিয়নে।সে কুতবা গ্রামের পশু চিকিৎসক বশির আহমেদের স্ত্রী।

অভিযুক্ত আত্নীয় সম্পর্কে ভুক্তভোগী মো. জুয়েলের বাবা শহিজল মাঝির আপন বোন।

শহিজল মাঝি কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের বটগাছতলা এলাকার বাসিন্দা।
জানা যায়, গত ২৯ এপ্রিল সিঙ্গাপুর নিয়ে যাওয়ার কথা বলে জুয়েলকে ঢাকা-চট্টগ্রামের বিমান টিকিট ধরিয়ে দেওয়া হয়। চট্টগ্রাম বিমানবন্দরে নেমে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন জুয়েল। এ ঘটনার পর থেকে আলেয়া বেগম, তার ছেলে আওলাদ হোসেনসহ সংঘবদ্ধ চক্রদের নিয়ে  আত্মগোপনে রয়েছে।

এ ঘটনায় অভিযুক্তসহ অন্যরা হলেন, আওলাদের স্ত্রী আয়েশা আক্তার, শ্যালক সানী, দুলাভাই শামীম হোসেনসহ ৪ জন। তাদের বিরুদ্ধে জুয়েলের বাবা শহীজল মাঝি বাদী হয়ে আলেয়া ও তার ছেলে আওলাদসহ ৬ জনের নামে ৯ মে লক্ষ্মীপুর আদালতে একটি প্রতারনার মামলা  দায়ের করেন।


 
গতকাল শনিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী মুনসুর আহমেদ দুলাল।তিনি জানান, বিষয়টি আদালতের বিচারক মামলা হিসেবে আমলে নিয়েছেন। এরপর বিচারক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াখালী কার্যালয়কে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্র জানায়, ৩০ বছর পর আলেয়া ৬ মাস আগে চরমার্টিনে ভাই শহিজলের বাড়িতে বেড়াতে আসেন।এবং সিঙ্গাপুরে ভাইয়ের ছেলেকে  পাঠানোর জন্য প্রতারনার ফাঁদ পাতেন।