জাতীয় সংসদে উপজেলা চেয়ারম্যানকে পেটালেন এমপি | সংবাদ চিত্র

জাতীয় সংসদে উপজেলা চেয়ারম্যানকে পেটালেন এমপি | সংবাদ চিত্র
ছবিঃ- কুমিল্লা -৪ (দেবিদার) আসনের সংসদ সদস্য রাজি মোঃ ফকরুল।
জাতীয় সংসদে উপজেলা চেয়ারম্যানকে পেটালেন এমপি | সংবাদ চিত্র

জাতীয় সংসদের এলডি হলে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কিল-ঘুষি মারার অভিযোগ উঠেছে দেবিদ্বারের (কুমিল্লা-৪) সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে। গতকাল শনিবার দুপুরে সংসদের এলডি হলে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠকে মারধরের ওই ঘটনা ঘটে বলে একাধিক প্রত্যক্ষদর্শী দেশ রূপান্তরকে জানিয়েছেন।

ঘটনার পরপর দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত শাহাদাত হোসেন শিমুল  বলেন, ‘জাতীয় সংসদের এলডি হলে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় আজাদ ভাইকে উত্তেজিত হয়ে কিল-ঘুষি মেরেছেন সংসদ সদস্য রাজী। এখন তিনি (চেয়ারম্যান) হাসপাতালের জরুরি বিভাগে রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের আহ্বানে কুমিল্লা উত্তর জেলা ও দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের নেতারা জাতীয় সংসদের এলডি হলে উপস্থিত হন। সেখানে সম্মেলন প্রস্তুতি কমিটির সভা শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিটির বিষয়ে আলোচনা হয়। কয়েকটি ইউনিয়নের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার। সর্বশেষ একটি ইউনিয়নের নেতার নাম ঘোষণা করা হলে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, সুন্দর হয়েছে। এই কথার রেশ ধরেই আজাদের দিকে তেড়ে আসেন সংসদ সদস্য রাজী। কথা কাটাকাটির এক পর্যায়ে আজাদকে কিল-ঘুষি মারতে শুরু করেন সংসদ সদস্য। ছেড়ে দেননি উপজেলা চেয়ারম্যান আজাদও। পরিস্থিতি জটিল হতে থাকলে উপস্থিত অন্য নেতারা তাদের শান্ত করেন।
জানা গেছে, দীর্ঘ ২৬ বছর পর আগামী ২১ জুলাই দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে প্রস্তুতি কমিটির বৈঠকে হয় এলডি হলে। সেখানে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান।