৩২ বাংলাদেশি জেলেকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে ভারত | সংবাদ চিত্র

৩২ বাংলাদেশি জেলেকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে ভারত | সংবাদ চিত্র
৩২জেলেকে বাংলাদেশের কোস্টগার্ডের জাহাজ তাজউদ্দীনে পৌঁছে দেয় ভারতীয় কোস্টগার্ডের জাহাজ

এম আবু সিদ্দিক : বঙ্গোপসাগরে ভাসতে থাকা ৩২ বাংলাদেশি জেলেকে উদ্ধার করে আজ ২৩ আগস্ট মঙ্গলবার বাংলাদেশের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে ভারতের কোস্টগার্ড। বৈরী আবহাওয়ার কারণে ঝড়ের কবলে পড়ে  জেলেদের মাছধরার কয়েকটি নৌযান  সাগরে ডুবে যায়।

গত ১৯ ও ২০ আগস্ট-২০২২ তাদের উদ্ধারের পর মঙ্গলবার (২৩ আগস্ট) এই জেলেদের কোস্টগার্ডের জাহাজ ‘তাজউদ্দীন’- এ পৌঁছে দেয় ভারতের কোস্টগার্ডের জাহাজ ‘বরদ’।

ঢাকায় ভারতের হাইকমিশন এক বার্তায় জানায়, সাগরে উদ্ধারের পর এই জেলেদের খাবার, পানি ও ওষুধপত্র দেওয়া হয়। পরে তাদেরকে আজ মঙ্গলবার বাংলাদেশের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।সমুদ্র অঞ্চলে উভয়পক্ষের স্বার্থেই ঘনিষ্ঠ অংশীদার হিসেবে দু'দেশের কোস্টগার্ড নিয়মিত অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চালিয়ে থাকে।

[উদ্ধার হওয়া ৩২জেলের মধ্যে ২০জন চরফ্যাশনের. ]

ভারতে উদ্ধার হওয়া ৩২ জেলের মধ্যে ২০ জেলের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়।তারা  গত কয়েকদিন  তারা সবাই ভারতের পাথর পুথিমা থানায় পুলিশ হেফাজতে ছিলেন। 

 ভারতে উদ্ধারকৃত বাংলাদেশের ৩২ জেলের মধ্যে  ভোলার চরফ্যাশনের ২০ জেলেরা হলেন, হাবিবুর (৪৫), লিটন (২৯), সাত্তার (৬০), মাইনুদ্দিন (২২), আকতার (৩২), শাহজামান (৭০), ইসমাইল (২৪), হালিম (৩০), আঃ রউব (৩২), নুরে আলম (৩৫), ফারুক (২৪), আলামিন (২৪), নুরন্নবী (২৫), বশিে (২৫), কামাল (২৬),  টুনু (৫৩), ইকবাল (২৪), আঃ রব কাজি (২৫), মফিজ (৪৬) ও ইয়াকুব(৩২)।

 উদ্ধারকৃত ৩২ জেলের মধ্যে বাকি ১২ জেলেরা বাংলাদেশের উপকূলীয় এলাকার বিভিন্ন জেলা উপজেলার জেলে। গত শুক্রবার রাতে বাংলাদেশের   দক্ষিণ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে এরা ভারতে চব্বিশ পরগনা এলাকায় ভাসতে থাকে।পরে ভারতীয় কোস্টগার্ড তাদের উদ্ধার করে পাথর পুথিমা থানায় হেফাজতে রাখে।

[ভোলার চরফ্যাশনের নিখোঁজ এখনও ১৬জেলে- ]

কয়েকদিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জ ও চর মানিকার ১৬ জেলের। নিখোঁজ ব্যক্তিরা কবে আসবেন বাড়িতে সেই প্রতিক্ষায় দিন কাটাচ্ছে তাদের পরিবার। সাগরে মাছ শিকারে গিয়ে ঝড়ের কবলে পড়ে শুক্রবার রাত থেকে তাদের খোঁজ মিলছে না।

মঙ্গলবার  চরফ্যাশন উপজেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য মতে নিখোঁজ জেলেরা হলেন-চরমানিকা এলাকার আ. বারেক (৩৬), আল আমিন (২৪), দেলোয়ার (৫০), ইব্রাহিম (৩০), আলাউদ্দিন মীর (৫১), আবুল মৃধা (৫৫), আলাউদ্দিন মনির (৪০), সরোয়ার শিকদার (৪১), শাহিন (২২), আলাউদ্দিন (৪৫), শফিউল্যাহ (৫২), আবুল কালাম (৫৪), হাদিস (৪২), আ. খালেক (৩১) ও হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরার আ. রব মিঝি (৪৮) ও ওসমানগঞ্জের রফিকুল ইসলাম (৪৫)।


সরেজমিন কয়েকটি জেলে পরিবার ঘুরে দেখা গেছে, পরিবারের একমাত্র উপার্জনকারী নিখোঁজ মানুষটি কবে বাড়ি ফিরে আসবে সেই অপেক্ষায় দিন কাটছে হতভাগ্য জেলে পরিবারগুলো। কয়েকদিন ধরে নিখোঁজ ব্যক্তিদের স্ত্রী-সন্তানদের অশ্রু ঝড়ছে। দিন যত যাচ্ছে, ততই অস্থির হয়ে পড়ছে স্বজনরা।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, দুই ট্রলারের ১৬ জন জেলে নিখোঁজ রয়েছে।তাদের খোঁজ না পাওয়া পর্যন্ত উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।