জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী আর নেই | সংবাদ চিত্র

জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী আর নেই | সংবাদ চিত্র

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিশিষ্ট প্রমিলা রাজনীতিবিদ,মহান জাতীয় সংসদের উপনেতা বর্ষিয়ান নেতা ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহে..... রাজিউন।তার বয়স হয়েছিল ৮৭ বছর। সোমবার  রাত আনুমানিক ১১.৪৫ মিঃ ঢাকা সিএমএইচে তিনি মৃত্যু বরণ করেন।

১৯৩৫ সালের ৮ মে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন সৈয়দা সাজেদা চৌধুরী। তার পিতার নাম সৈয়দ শাহ হামিদ উল্লাহ এবং মাতা সৈয়দা আছিয়া খাতুন। শিক্ষাজীবনে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার স্বামী গোলাম আকবর চৌধুরী একজন সমাজকর্মি।
তার মৃত্যূতে গভীর শোক প্রকাশ করেছেন রাস্ট্রপতি আবদুল হামিদ, আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বর্ণাঢ্য রাজনৈতিক পথচলা ছিল সৈয়দা সাজেদা চৌধুরীর। ১৯৫৬ সাল থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। ১৯৬৯–১৯৭৫ সময়কালে তিনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে কলকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালকের দায়িত্ব পালন করেন।

এছাড়া ১৯৭২-১৯৭৫ সময়কালে বাংলাদেশ নারী পুনর্বাসন বোর্ডের পরিচালক, ১৯৭২-১৯৭৬ সময়কালে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ন্যাশনাল কমিশনার ছিলেন।

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর ১৯৭৬ সালে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন সাজেদা চৌধুরী। পরে ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ১৯৯২ সাল থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দা সাজেদা চৌধুরী আমৃত্যূ বঙ্গবন্ধুর রেখে যাওয়া আমানত তাঁর দুই কন্যাকে আগলে রেখেছেন। দলের চরম দু:সময়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন।