মিয়ানমারে চলছে সংঘর্ষ,বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা | সংবাদ চিত্র

মিয়ানমারে চলছে সংঘর্ষ,বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা | সংবাদ চিত্র
মিয়ানমারে চলছে সংঘর্ষ,বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা | সংবাদ চিত্র

বেশ কয়েকদিন ধরে মিয়ানমারে বাংলাদেশ ও ভারত সীমান্ত সংলগ্ন রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। এই অবস্থায় গত দুই দিনে জীবন বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে প্রায় ১৫ জন রোহিঙ্গা। তারা কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী ক্যাম্পে আশ্রয় নিয়েছে।

জানা গেছে, বান্দরবানেরর নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, তুমব্রু, উখিয়া ও টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশ করেছে তারা। তাদের মধ্যে মিয়ানমারের আকিয়াব জেলা থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে এশারা বেগম (২৭), সাদেক হোসেন (৪০), মো. তাহের (১৩), মো. শরীফ (৯), বিবি আয়েশা (৭) ও বিবি জান্নাত (৩)।

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা জানান, তারা সেখানে অনেক চাপে ছিলো। কেউ কেউ বলছে,তাদের ঘর-বাড়ী পুড়িয়ে দিচ্ছে সেনাবাহিনী। এখনও অনেকেই বাংলাদেশে পালিয়ে আসার কথা ভাবছেন। 


অন্য আরেক রোহিঙ্গা জানান, অনেককে ঘর থেকে বের হতে দিচ্ছে না সেনাবাহিনী। তবে চাপ বেশি রাখাইনদের ওপর যারা আরাকান আর্মির সমর্থক। তারা পালাতে চায়। অনেকেই মিয়নমারে আছে জিম্মি দশায়। তারা বাংলাদেশে চলে আসতে চায়।

পালংখালী ইউনিয়নের থ্যাংখালী ক্যাম্প-১৯ এর বক্ল-১৬ এর এক মাঝি জানান, কয়েকজন রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে এসেছেন। বিষয়টি ক্যাম্প ইনর্চাজ বরাবর জানানো হয়েছে। তাদের ট্রানজিট ক্যাম্পে নেওয়া হচ্ছে। তবে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, এ রকম কোন তথ্য আমরা এখনও পাইনি।

বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর চৌধুরী জানান, মিয়ানমারের বলিবাজার ও সাপ বাজার থেকে রোহিঙ্গারা বাংলাদেশ পালিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশের সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থান করছেন তারা।

গত শুক্রবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে গোলাগুলি হয়। এতে বাংলাদেশের তুমব্রু বাজার থেকে ওপারের মুহুর্মুহু গুলির শব্দও শোনা যায়। আতঙ্কিত হয়ে পড়ে দুই শেষের মধ্যবর্তী শূন্যরেখার আশ্রয় শিবিরে বসবাস করা ৪ হাজারের বেশি রোহিঙ্গা। বিশেষ করে বান্দরবানের ঘুমধুম ও তুমব্রু সীমান্ত এলাকার বাসিন্দারা খুব আতঙ্কের মধ্যে এখন দিনাতিপাত করছেন।