দক্ষিণ শিবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে"মা' সমাবেশ | সংবাদ চিত্র

দক্ষিণ শিবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে"মা' সমাবেশ | সংবাদ চিত্র


ঝড়েপড়া রোধ ও উপস্থিতি বৃদ্ধি, ক্ষুদে ডাক্তার সক্রিয়করণ, স্টুডেন্ট কাউন্সিল সক্রিয়করন ও দরিদ্র শিশুদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে পোষাক বিতরণের মধ্য দিয়ে মা সমাবেশ পালন করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় দক্ষিণ শিবা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অভিভাবক ও এলাকার গন্যমান্যদেরকে নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
দক্ষিণ শিবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বেচারাম দাস এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান। বিশেষ অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. অহিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক রাখি রানী দাস।

এছাড়াও শিক্ষক, অভিভাবক, স্কুল ম্যানেজিং কমিটি সদস্য, ছাত্রছাত্রী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, সন্তানের লেখাপড়ার মান উন্নয়নে অভিভাবকের দার্য়িত্ব অনেক। সন্তানদের  ভবিশ্যত গড়ে তুলতে হলে প্রাথমিক স্তর থেকে সিদ্ধান্ত নিতে হবে।আপনার সঠিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে শিশুর ভবিশ্যত।এজন্য বাবা মায়ের ভুমিকা সবচেয়ে বেশি।