চরফ্যাশনে মিডওয়াইফের স্বাস্থ্যসেবা বিষয়ক সেমিনার

চরফ্যাশনে মিডওয়াইফের স্বাস্থ্যসেবা বিষয়ক সেমিনার

ভোলার চরফ্যাসনে চরাঞ্চলে মানুষের স্বাস্থ্যসেবার অগ্রগতি বিষয়ে  মিডওয়াইফ পরিচালিত স্বাস্থ্যসেবা প্রকল্পের অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (১২ ফেব্রুয়ারী)  চরফ্যাশন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

দ্যা সুইডিশ পোস্টকোড ফাউন্ডেশনের অর্থায়নে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সহযোগিতায় পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর বাস্তবায়নে Midwifery-led health services for the islands people in Bangladesh (MLHS) বা “মিডওয়াইফ পরিচালিত স্বাস্থ্যসেবা” প্রকল্পের মাধ্যমে চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন ঢালচর ও কুকরি-মুকরি ইউনিয়ন সহ মনপুরা উপজেলার একাধিক চরে হাজারো নারীদের সন্তান প্রসবসহ মাতৃত্বকালীন সময়ে স্বাস্থ্যসেবা দিচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব জয়নাল আবেদীন আখন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাপস কুমার শীল, উপপরিচালক, জেলা পরিবার পরিকল্পনা, ভোলা, জনাব শাহীন হাসান, সহকারী পরিচালক, জেলা পরিবার পরিকল্পনা, ভোলা, ডাঃ মাহবুব কবির, উপজেলা স্বাস্থ্য বিভাগের  আবাসিক কর্মকর্তা, চরফ্যাসন, মোঃ রেজাউল হক এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চরফ্যাশন, ভোলা। 
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আকলিমা আক্তার মিলা, ভাইস-চেয়ারম্যান, চরফ্যাশন উপজেলা পরিষদ,  আবুল হাসেম মহাজন, চেয়ারম্যান,  চরকুকরী মুকরী ইউনিয়ন পরিষদ,  আব্দুস সালাম হাওলাদার,  চেয়ারম্যান, ঢালচর ইউনিয়ন পরিষদ, ডা. অচিন্ত কুমার ঘোষ, সহকারী পরিচালক সিসি,  আর এমও ডা. মাহবুব কবির,  ডা. আশরাফুল ইসলাম সুমন, রাশেদ আক্তার,  সহকারী পরিচালক কোস্ট ফাউন্ডেশনসহ  গুরুত্বপূর্ণ সরকারী ও বেসরকারী কর্মকর্তাবৃন্দ, পার্টনার্স ইন হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সংবাদকর্মিরা।  
সভায় স্বাগত বক্তব্য রাখেন ও মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক জনাব জাকির হোসেন।


এ প্রকল্পের সরকারী, বেসরকারী ও স্থানীয় সরকারের তত্বাবধানে ত্রিপক্ষীয় অংশীদারত্বের ভিত্তিতে ভোলা জেলার চরফ্যাসন ও মনপুরা উপজেলার ২টি ইউনিয়নে বাস্তবায়ন হচ্ছে।