নিন্মচাপের প্রভাবে প্লাবিত হয়ে পানিবন্দী মানুষ | সংবাদ চিত্র

নিন্মচাপের প্রভাবে  প্লাবিত হয়ে পানিবন্দী মানুষ  | সংবাদ চিত্র

গভীর নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে গভীর সমুদ্রে মেঘমালার কারনে ভোলার চরফ্যাশনের বিচ্ছিন্ন চরাঞ্চলগুলোতে অস্বাভাবিক জোয়ারের পানিতে নিন্মাঞ্চল প্লাবিত হয়ে ২০ হাজার মানুষ পানিবন্দী।

চরফ্যাশন উপকূলীয় এলাকায় সকাল থেকে একটানা ভারী বর্ষণ চলছে। এই বৃষ্টি আরও  দুই তিনদিন বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানা গেছে।তবে বুধবার থেকে আবহাওয়া স্বাভাবিক হতে পারে।সূত্রঃ আবহাওয়া অধিদপ্তর।

রেডক্রিসেন্ট সূত্রে  জানা গোছে, উপকূলীয় এলাকার নিন্মাঞ্চলে অন্তত দুই- তিন ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। বাতাসের তীব্রতা বাড়লে জলোচ্ছ্বাসে আরও  নিম্ন এলাকা প্লাবিত হওয়ার আশংকা রয়েছে।

আজ সোমবার  ভোলা জেলার  উপকূলজূড়ে দিনভর একটানা ভারী বর্ষন ও ঘুর্নীবাতাস বইছে।সন্ধ্যা নাগাদ বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় মেঘনা ও তেতুলিয়া নদীর সাগর মোহনা উত্তাল হয়ে উঠেছে।
বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর, কুকরী-মুকরী ও মুজিব নগর, সিকদারের চর তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ২০ হাজারের বেশি মানুষ।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, গভীর নিম্নচাপের ফলে প্রবল বর্ষণ ও পূর্ণিমার প্রভাবে  জলোচ্ছ্বাসে উপকূলে নিম্ন এলাকা প্লাবিত হয়ে স্বাভাবিকের চেয়ে দুই তিন ফুট পানির উচ্চতা বৃদ্ধি পেতে পারে।

স্হানীয়ভাবে সূত্রে জানা গেছে,বৈরি আবহাওয়ায় পূর্ণিমার  জোয়ারের প্রভাবে চর কুকরী মুকরী, ঢালচর, চর পাতিলা, চরফারুকি, শিকদারেরচর, চর নিজাম, চর হাসিনা, চর নিজাম, চর মনোহর, চর লিউলিনসহ ১০ টি এলাকা প্লাবিত হওয়ার আশংকা রয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে সেলফোনে কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাশেম মহাজন "সংবাদ চিত্র"কে জানান, স্বাভাবিক জোয়ারের চেয়ে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পেয়েছে।নিন্মাঞ্চলে প্লাবিত হয়ে অনেকের ঘরবাড়ি পানির নীচে।এসব এলাকা  প্লাবিত হওয়ায় মানুষ উচু ভবনে আশ্রয় নিয়েছে।তারা সবাই নিরাপদে রয়েছে এবং ইউনিয়ন পরিষদ থেকে 
 সার্বক্ষনিক খোঁজ খবর নেয়া হচ্ছে।

চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা আল নোমান জানান,স্হানীয়ভাবে জানতে পেরেছি অস্বাভাবিক জোয়ারের পানিতে বন্দি হয়ে পড়েছেন উপকূলের বিচ্ছিন্ন চরের হ্জার হাজার মানুষ। তাদের নিরাপদ আশ্রয়ে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।