চরফ্যাশন থানার ওসি মোরাদ হোসেনের ভূমিকা প্রশংসিত | সংবাদ চিত্র

চরফ্যাশন থানার ওসি মোরাদ হোসেনের ভূমিকা প্রশংসিত | সংবাদ চিত্র

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন( ভোলা): ভোলার চরফ্যাসন বাজারে থানা রোডে গ্যাস সিলিন্ডার বিস্পোরণ ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে  চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরাদ হোসেন এর সক্রিয় ভূমিকা সর্বমহলে প্রশসিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জনৈক পিঠা বিক্রেতা জামালের ব্যবস্যা প্রতিষ্টানে গ্যাস সিলিন্ডার বিস্পোরিত হয়ে হঠাৎ আগুন ছড়িয়ে আশ পাশের দোকানের সামনের থাকা পেট্রোলের ড্রামের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়ে। এসময় উপস্থিত লোকজনের চিৎকার শুনে থানায় থাকা অগ্নিনির্বাপকসহ সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌছে নিজেই আগুন নিয়ন্ত্রণে সক্রীয়ভাবে অংশ নেন ওসি মোরাদ হোসেন।তার সাথে সাধারণ ব্যবসায়ীরা অংশ নেন।ওসির অগ্রণী ভূমিকায় আগুন নিয়ন্ত্রনে আসে।এতে  বাজারে বড় ধরণের দূর্ঘটনা ও ক্ষয় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে চরফ্যাসন বাজার ব্যবসায়ীরা।
ওসি মোরাদ হোসেন জানান,  হঠাৎ সামনের রাস্তায় মানুষের চিৎকার শুনে এগিয়ে  দেখি থানার সামনে পূর্বে সড়কের পূর্ব মাথায় আগুনের লেলিহান শিখা জ্বলছে। সাথে সাথে পুলিশ সদস্যদের নিয়ে থানায় থাকা অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে আগুন নেভাতে অংশ নিয়েছি।এরপরে আল্লাহর অশেষকৃপায় আগুন নিয়ন্ত্রনে আসে।