চরফ্যাসনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা | সংবাদ চিত্র

চরফ্যাসনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা | সংবাদ চিত্র

চরফ্যাসনে ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদার সাথে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় চরফ্যাসন উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের  সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান এর সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন। 

এ সময় সহকারী কমিশনার( ভূমি) আবদুল মতিন খান,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ উপজেলার চার থানার ওসি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
সভায়  ২১ ফেব্রুয়ারিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সঠিক নিয়মে পতাকা উত্তোলন, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা লেখা, কবিতা আবৃত্তির আয়োজন করাসহ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  যথাযথভাবে পালনে সার্বিক  প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
পরে একই স্থানে উপস্থিত সবার অংশ গ্রহণে  উপজেলা   আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয় । এতে জেলা প্রশাসক সম্মেলন ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষিত ২৫ দফা বাস্তবায়নে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে।