বরিশালে লিফটে আটকা পড়ে অল্পের জন্য বাঁচলেন আইনজীবী- পুলিশ

বরিশালে লিফটে আটকা পড়ে অল্পের জন্য বাঁচলেন আইনজীবী- পুলিশ

বরিশাল প্রতিবেদকঃ বরিশাল আদালত চত্বরে সদ্য উদ্বোধন হওয়া ১০ তলা ভবনের লিফটে আটকা পড়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১৩ জন আইনজীবী, পুলিশ ও মোয়াক্কেল। তাদের মধ্যে অসুস্থ অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার সকাল ১১টার দিকে আদালত চত্বরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে এ ঘটনা ঘটে। 

৪৯ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ১২ তলা ভীতের উপর ১০ তলা বিশিষ্ট বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন গত ৩ মার্চ ভার্চুয়ালি উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক। এরপর ওই ভবনের বিভিন্ন তলায় ১৩টি এজলাস স্থাপন করা হয়। ভবনের বিভিন্ন তলায় ওঠা-নামার জন্য ৩টি লিফট রয়েছে। এর মধ্যে ১টি লিফট বিচারকদের জন্য সংরক্ষিত এবং অপর দুটি কর্মচারী, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ব্যবহারের জন্য। 

আজ সোমবার  বেলা ১১টায় ওই ভবনের উপর থেকে নিচ তলায় নেমে ১৩ জন যাত্রীসহ একটি লিফট আটকে যায়। প্রায় ১৫ মিনিট লিফটে আটকে থাকায় তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। কাঁচের লিফটের ভিতর থেকে আটকেপড়া ব্যক্তিরা ইশারা করে তাদের উদ্ধারের আকুতি জানায়। দীর্ঘক্ষণ এ অবস্থা চলার পর বিচারপ্রার্থী এক ব্যক্তি বিষয়টি খেয়াল করেন। তিনি ইট দিয়ে উপর্যপুরি আঘাত করে লিফটের দরজা খুলতে সক্ষম হন। 

এ সময় গুরুতর অসুস্থ তিনজনকে দ্রুত শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করা হয়। অন্যদের দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা।

লিফটে আটকে পড়া ব্যক্তিরা জানান, ওই লিফটের মধ্যে অক্সিজেন সঞ্চালন নেই। অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে তারা মরতে বসেছিলেন। ভাগ্যক্রমে বেঁচে গেছেন তারা।
পাশাপাশি ব্যবহার উপযোগী লিফট স্থাপনের দাবি জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস। 

আইন মন্ত্রণালয়ের অর্থায়নে এই ভবন নির্মাণের দায়িত্বে ছিল বরিশাল গণপূর্ত অধিদপ্তর। 

বরিশাল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (ইলেক্ট্রিক্যাল) কাজী জিহাদ বলেন, এটা ইলেক্ট্র মেকানিক্যাল বিষয়। লো ভোল্টেজসহ বিভিন্ন কারণে ওটা হ্যাং করতেই পারে। খবর পেয়ে গণপূর্তের প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

তিনি বলেন, ওইখানে আধুনিকমানের লিফট স্থাপন করা হয়েছে। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের বিচারপ্রার্থীরা এ সম্পর্কে জ্ঞাত নয়। তাই সমস্যা হচ্ছে। এ কারণে আগামী বুধবার থেকে আদালতের নতুন ভবনের লিফটে অপারেটর নিয়োগ করা হবে বলে জানান তিনি।