চরফ্যাশনে চেয়ারম্যানের বিচারের আশ্বাসে মানববন্ধন কর্মসূচী স্থগিত

চরফ্যাশনে চেয়ারম্যানের  বিচারের আশ্বাসে মানববন্ধন কর্মসূচী স্থগিত

ইমামকে মারধরের প্রতিবাদে ইউপিকে চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা জামে মসজিদ প্রাঙ্গণে আলেম-ওলামা ও তৌহিদী জনতার উপস্থিতিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তব্য রাখেন মুফতি মাওলানা মো: ফয়েজ উল্যাহ, মুফতি মাওলানা মো: ইদ্রিস, মাওলানা মো: ইমাম হাসান মায়াবী, মুফতি মাওলানা মো: শামিম প্রমূখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আবুবকরপুর ইউপি চেয়ারম্যান সিরাজ জমাদার  আলেম-ওলামা বিদ্বেষী।

গত ১ মাসে চেয়ারম্যান সিরাজ ও তাঁর বাহিনী এলাকার ইমাম, মুয়াজ্জিনসহ  নিরাপরাধ মানুষকে নির্যাতনের অভিযোগ রয়েছে। মসজিদের ইমামকে পেটানোর ঘটনায় দুলারহাট থানায় অভিযোগ করলে এখন পর্যন্ত মামলা নেয়নি পুলিশ।সমাবেশে বক্তারা নির্যাতনকারি চেয়ারম্যান ও তার বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।আজ ওলাম আলেমদের ব্যানারে দুলারহাট থানায় মানববন্ধনর খবরে  উপজেলা চেয়ারম্যান ও মুজিবনগর ইউপি চেয়ারম্যান সিরাজ জমাদারের সুবিচার করার আশ্বাসের প্রকাশ্য কর্মসূচী স্থগিত করে। তবে আগত ওলামা আলেমদের নিয়ে  প্রতিবাদ কর্মসূচী পালন করে। সিরাজ জমাদার অহেতুক ওলামা আলেম ও নিরপরাধ মানুষকে মারধরের জন্য প্রকাশ্য ক্ষমা চাইতে হবে।সুবিচার না পেলে জনগন কে নিয়ে মানববন্ধন কর্মসূচি দিতে বাধ্য হবে ওলামা-আলেম সমাজ।

উল্লেখ্য- গত ১৬ জানুয়ারি আবুবকরপুর ইউনিয়নের ফয়জুল উলুম কাওমী মাদ্রাসার সহকারী পরিচালক ও আমিনাবাদ সোনাখালী আলিয়া জামে মসজিদের ইমাম মাওলানা মঈনুল ইসলামকে প্রকাশ্য বাজারে সিরাজ জমাদারের বিরুদ্ধে ইমামকে মারধরের অভিযোগ করলে  থানায় মামলা নেয়নি।