শশীভূষণ থেকে মাদ্রাসা শিক্ষককে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পরিবারের | সংবাদ চিত্র

শশীভূষণ থেকে  মাদ্রাসা শিক্ষককে  ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পরিবারের | সংবাদ চিত্র

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে ডিবি পুলিশ পরিচয়ে মাওলানা মোঃ ফয়েজউল্লা (২৮) নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করছেন তার পরিবার। এ ব্যাপারে শশীভূষণ থানায় অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১০ টার দিকে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে তার নিজ বাড়ির দরজায় অবস্থিত মাদ্রাসা থেকে  শিক্ষক মাওলানা মোঃ ফয়েজউল্লাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার পিতা মো. মোসলেউদ্দিন।

ডিবি পরিচয়ে তুলে নেয়া মাদ্রাসা শিক্ষক মাওঃ মোঃ ফয়েজউল্লা ওই এলাকার কাইমুদ্দিন হাজী বাড়ির মো. মোসলেউদ্দিনের ছেলে। সে স্থানীয় রওজাতুল উলুম কাওমী মাদ্রাসার শিক্ষক। 

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে শশীভূষণ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মাওঃ মোঃ ফয়েজউল্লাহর পিতা মো. মোসলেউদ্দিন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে একটি অটোরিকশা ও মোটরসাইকেল যোগে কয়েকজন অপরিচিত লোক তার ছেলে মাওঃ মোঃ ফয়েজউল্লাহকে ডেকে নিয়ে ডিবি পরিচয় দিয়ে আটক করে নিয়ে যায়।এলাকায় ফয়েজ উল্লাহর বিরুদ্ধে কোন অভিযোগ নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রাথমিক স্কুলের  একজন শিক্ষক  জানান,কয়েকদিন আগে উক্ত শিক্ষক অল্পদামে এক ব্যক্তির কাছ থেকে একটি  দামি মোবাইল কমদামে কিনেছেন। সেই মোবাইলটি কোন জঙ্গীসংগঠনের কেউ ব্যবহার  করতেন। মোবাইলের সূত্র ধরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে হয়তো  গোয়েন্দা সংস্থা তাকে আটক করে!

স্থানীয়রা জানতে চাইলে তারা বলেন, মাওঃ মোঃ ফয়েজউল্লার মোবাইলে কথোপকথনে  গুরুত্বপূর্ণ তথ্য আছে তাদের কাছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হচ্ছে। কোন তথ্য পাওয়া না গেলে তাকে ছেড়ে দেয়া হবে।এরপর তারা মাওঃ মোঃ ফয়েজউল্লাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে এওয়াজপুর ইউনিয়নের ফকিরার হাট বাজারে তাকে নিয়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান। 

এ বিষয়ে ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ডিবি)মো. এনায়েত হোসেন বলেন, তাতে আটকের কথা অস্বীকার করে বলেন তাদের কোন টিম শশীভূষনে যায়নি। এ বিষয়ে  তারা খোঁজ খবর নিচ্ছেন ।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, মাওঃ মোঃ ফয়েজউল্লা নামের এক মাদ্রাসা শিক্ষককে ডিবি পরিচয়ে  গাড়িতে তুলে নেওয়ার অভিযোগে তার পিতা মোঃ মোসলেউদ্দিন  থানায়  লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন।ঘটনার খোঁজখবর  নিতে এসআই দীপংকরকে দায়িত্ব দেয়া হয়েছে৷