ভোলার মনপুরায় হাইব্রিড বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে.. | সংবাদ চিত্র

ভোলার মনপুরায় হাইব্রিড  বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে.. |  সংবাদ চিত্র
ভোলার মনপুরায় হাইব্রিড  বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে.. |  সংবাদ চিত্র

দেশের বিদ্যুৎ খাতের আধুনিকায়নে এবার দ্বীপ জেলা ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায়  হবে তিন মেগাওয়াট সোলার-ব্যাটারি-ডিজেল সংবলিত হাইব্রিড বিদ্যুৎ কেন্দ্র।

সোমবার বিদ্যুৎ ভবনে মনপুরা দ্বীপের এ হাইব্রিড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি হয়। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি (ওজোপাডিকো) ও ওয়েস্টার্ন মনপুরা সোলার পাওয়ারের (ডাব্লিউএমএসপিএল) মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।


এতে ইমপ্লিমেন্টেশন অ্যাগ্রিমেন্টের (আইএ) জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষে যুগ্ম সচিব নিরোদ চন্দ্র মণ্ডল ও পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (পিপিএ) স্বাক্ষর করেন ওজোপাডিকোর সচিব মো. আলমগীর কবির এবং ডাব্লিউএমএসপিএলের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান বলেন, ‘আগামী দিনের জ্বালানি হলো নবায়নযোগ্য। নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার নানাভাবে সহযোগিতা করছে। সবুজ জ্বালানি গ্রহণে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নেও নবায়নযোগ্য জ্বালানির প্রসারকে উৎসাহিত করা হচ্ছে। মনপুরার এই বিদ্যুৎকেন্দ্রটি অনেক দিক থেকেই অন্য রকম। সোলারের সঙ্গে ব্যাটারি ও ডিজেল থাকবে। তবে কোনো অবস্থায় ডিজেল থেকে ১০ শতাংশ বিদ্যুতের বেশি উৎপাদন করা যাবে না।’ ২০ বছর মেয়াদি এই বিদ্যুৎকেন্দ্র থেকে প্রতিদিন কমপক্ষে ৩০ হাজার কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ পাওয়া যাবে। মনপুরা দ্বীপের ২০ হাজার ৪৮৩ গ্রাহক সরকারি মূল্যে বিদ্যুৎ সুবিধা পাবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, ওজোপাডিকোর চেয়ারম্যান সেলিম আবেদ বক্তব্য দেন।