চর নিজামে জবাইকৃত হরিণ উদ্ধার,তিনজনের নামে মামলা | সংবাদ চিত্র

চর নিজামে জবাইকৃত হরিণ উদ্ধার,তিনজনের নামে মামলা | সংবাদ চিত্র
ভোলার চরফ্যাশনে জবাই করা হরিণ উদ্ধার করা  হয়েছে।গতকাল রবিবার রাতে দক্ষিণ আইচা থানাধীন দূর্গম চর নিজাম (কালকিনি) বনবিভাগের অদূরে মোল্লার খালে এলাকায় কেওড়া বাগান থেকে জবাই করা হরিণ উদ্ধার করেছে বনবিভাগের কর্মিরা। 
এই ঘটনায়  আজ সোমবার  চরফ্যাশন আদালতে তিন জনকে আসামি করে বন্য প্রাণী সংরক্ষণ আইনে  মামলা করা হয়েছে।দূর্গম বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর  রেঞ্জের কালকিনি বন বিট অফিসার এস,এম আমির হামজা বলেন,ওই বাগানে একই এলাকার বাচ্ছু ওরফে টেপা বাচ্ছু, মাঈন উদ্দিন, হাফেজসহ  তাদের আরও কয়েক সহযোগী মিলে  নির্জন বনের মধ্য হরিণটি শিকার করে  বাগানের মধ্যে জবাই করে। গোপন সংবাদের ভিত্তিতে বিট অফিসারের নেতৃত্বে বনকর্মীরা ঘটনাস্থলে এলে  শিকারীরা পালিয়ে যায়।বিষয়টি সংশ্লিস্ট থানার ওসি  চরফ্যাশন আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেটকে অবহিত করলে আলামত সংগ্রহ করে  উদ্ধারকৃত  হরিণটি  মাটিতে পুতে ফেলার নির্দেশ দেন। এ ব্যাপারে দক্ষিণ আইচা থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, চর নিজামের দূর্গম চরে দুর্বৃত্তরা একটি হরিণ জবাই করার ঘটনা শুনেছি।এই ঘটনায় আদালতে তিনজনকে  আসামি করে বনবিভাগ  একটি মামলা করেছে।আদালত নির্দেশণা পেলে  আসামীদের দ্রুত গ্রেপ্তারের  ব্যাবস্থা নিব।