চরফ্যাশন পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা | সংবাদ চিত্র

চরফ্যাশন পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা | সংবাদ চিত্র
চরফ্যাশন পৌরসভার ২০২২-২০২৩ অর্ছবছরের বাজেট পেশ করছন মেয়র মোঃ মোরশেদ।
চরফ্যাশন পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা | সংবাদ চিত্র

নতুন অর্থবছরে  নতুনভাবে কোন করারোপ ছাড়াই  চরফ্যাশন পৌরসভায় ৭৭ কোটি ১৪ লাখ ৯ হাজার ৯৬৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

২৯ জুন বুধবার বেলা ১২টায় পৌর ভবনের হলরুমে ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন চরফ্যাশন পৌরসভার মেয়র মো. মোরশেদ।

বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১৩ কোটি ৭২ লাখ ৭ হাজার ৮৮০ টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৬৩ কোটি ৪২ লাখ ২ হাজার ৮৮ টাকা। আগামি অর্থ বছরে ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ২৮ লাখ ৯৫ হাজার। উদ্ধৃত ধরা হয়েছে ৬ কোটি ৮৫ লাখ ১৪ হাজার ৯৬৮ টাকা।

বাজেট বক্তৃতায় পৌর মেয়র মোঃ মোরশেদ  বলেন, ২০২২-২০২৩ অর্থবছরে এই বাজেট টেকসই উন্নয়ন ও জনবান্ধব। মহামারি করোনা পরিস্হিতির মধ্যেও  পৌরসভার অভ্যন্তরীন আয়ের চাকা সচল রেখে অর্থনীতি স্বাভাবিক রেখেছি।শহরের পয়ঃনিস্কাসন ও জলাবদ্ধতা নিরসনে  পৌরএলাকার পরিত্যক্ত খালের সংস্কার করেছি।

তিনি বলেন,ভোলা-৪ আসনের জননেতা  সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মহোদয়ের সার্বিক সহযোগিতায় চরফ্যাশনপৌরসভাকে  আধুনিক শহর হিসেবে গড়ে

তুলতে নানামুখি টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহন করেছি।ইতিমধ্যে এসব উন্নয়নকাজ বাস্তবায়ন শুরু হয়েছে এবং সুফল এর সুফল ভোগ করছে নাগরিক সমাজ।বিগত দিনেরমত আপনারা নিয়মিত পৌর ট্যাক্স পরিশোধ করলে ভবিশ্যতে আরও অনেক উন্নয়নমুলক কাজ বাস্তবায়ন হবে।
এসময় উপস্হিত ছিলেন প্যানেল মেয়র মোস্তাহিদুল হক তানভীর ,পারভীন বেগম, আবদুল মতিন মোল্লা৷ পৌরসভার নির্বাহি প্রকৌশলি শামীম হাসান,পৌর নির্বাহি কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ রাসেদ ইকবাল, কাউন্সিলর আকতারুল আলম সামু, কাউন্সিলর মিজানুর রহমান মন্জু,কাউন্সিলর মোঃ মফিজুল ইসলাম, কাউন্সিলর,স্বপন চৌধুরি  কাউন্সিলর গিয়াস উদ্দিন ও কাউন্সিলর ছিদ্দিকুর রহমান মোক্তাদী।

এছাড়াও আরও উপস্হিত ছিলেন জাতীয় দৈনিকের গণমাধ্যমকর্মিসহ পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মাচারি ও  সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ ।