শারদীয় দূর্গাপূঁজায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে- স্বরাস্ট্রমন্ত্রী

শারদীয় দূর্গাপূঁজায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে- স্বরাস্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ দেশ অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলিম সবাই মিলে দেশ গড়ার। এবার শারদীয় দূর্গাপুজায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।

আজ শুক্রবার বিকেলে ভোলার লালমোহনে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানঅতিথির ভষনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী  বলেন, যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে এবং আলোকিত হবে। শেখ হাসিনার কল্যাণে তলাবিহীন ঝুড়ির দেশ থেকে আজকে সম্ভাবনাময় বাংলাদেশ হয়েছে। প্রধানমন্ত্রীর জন্যই দেশজুড়ে শান্তি সুবাতাস বইছে।

তিনি আরও বলেন,  শেখ হাসিনা বাংলাদেশকে সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত দেশ উপহার দিয়েছেন। আজকে দেশে কোন জঙ্গীবাদ নেই। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এক্ষেত্রে প্রধানমন্ত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।এই বছর পুঁজায় সর্ব্বোচ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি পল্লব কুমার হাজরা'র সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন আহমেদ।আরও উপস্থিত ছিলেন উপ - পুলিশ মহাপরিদর্শক( ডিআইজি) বরিশাল রেন্জ এস এম মোঃ আকতারুজ্জাম, ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম), লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। শুক্রবার বিকাল ৩. ৩০মিঃ  ঢাকা থেকে হেলিকপ্টারযোগে লালমোহন পৌঁছের স্বরাস্ট্রমন্ত্রী।


এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন ও লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আহাদুল ইসলাম সুজন।