বিক্ষুদ্ধ জনতার হাতে লাঞ্ছিত ইউপি চেয়ারম্যান লুঙ্গী সিরাজ

বিক্ষুদ্ধ  জনতার হাতে লাঞ্ছিত ইউপি চেয়ারম্যান  লুঙ্গী সিরাজ
ছবি: জনতার হাতে লাঞ্ছিত ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম। 

ভোলায় চরফ্যাশনের এক ইউপি চেয়ারম্যানকে অর্ধনগ্ন করে জুতার মালা পড়িয়ে  গ্রামে গ্রামে  ঘুরিয়ে বিকালে থানায় সোর্পদ করে বিক্ষুদ্ধ জনতা।

ইউপি চেয়ারম্যানকে এলাকাবাসী বাড়ি থেকে  ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে, নর্দমার ময়লা গায়ে ছিটিয়ে, জুতার মালা পরিয়ে  নিজ এলাকার বাজারে বাজারে ঘুরিয়ে অবশেষে থানায় জনতা সোপর্দ করে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ সরকারের ক্ষমতার আমলে অন্যায় অনিয়ম দুর্ণীতি আর মানুষের সাথে খারাপ আচরণের কারণে আওয়ামী লীগ নেতা চরফ্যাশন উপজেলার আবু বকরপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলামকে  বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ধরে আনে এলাকাবাসী।

পরে তাকে মারধর করে, গায়ে নর্দমার বজর্য ছিটিয়ে, জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়।পরে তাকে দুলারহাট থানায় সোর্পদ করে জনতা।

স্থানীয়রা জানান, ওই চেয়ারম্যান ক্ষমতার দাপটে মানুষকে মানুষ মনে করতেন না। তারা বিরুদ্ধে এলাকার আলেম ওলামা,  মসজিদের ইমাম মোয়াজ্জেনকে মারধর, কারণে অকারণে মানুষের সাথে খারাপ আচরণ, বিচার শালিসের নামে মানুষের কাছ থেকে টাকা নেওয়া, এবং চারিত্রিক স্খলনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আওয়ামী সরকারের পদত্যাগের পর আত্নগোপনে থাকা ক্ষুব্ধ জনতা তাকে আজ বাড়ি থেকে ধরে এনে জুতার মালা পরিয়ে সড়ক ঘুরানোর  পরে পুলিশে দিয়েছে। 

দুলার হাট থানার ওসি গণমাধ্যমদের জানান, ওই চেয়ারম্যানের বিরুদ্ধে গত ২৮ জানুয়ারি স্থানীয় এক ইমাম সাহেবকে মারধর এবং চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার  দেখানো হয়েছে। বিকালে চরফ্যাশন আদালতে উঠানোর পরে জামিন না মনজুর করে জেল হাজতে পাঠানো হয়।