ভোলার মনপুরা উপজেলায় আরও একটি নতুন ইউনিয়ন কলাতলী-সংবাদ চিত্র

ভোলার মনপুরা উপজেলায় আরও একটি নতুন ইউনিয়ন কলাতলী-সংবাদ চিত্র

এম আবু সিদ্দিক: ভোলা--৪ আসনে মানচিত্রে গঠিত হলো আরেকটি নতুন ইউনিয়ন। প্রায় ২০ হাজার লোকের আবাসভূমিতে নবগঠিত এই ইউনিয়ন হচ্ছে মনপুরা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ "কলাতলী"।এই বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দাদের মেঘনার উত্তাল তরঙ্গ পাড়ি দিয়ে ইউনিয়ন পরিষদের নাগরিক সুযোগ সুবিধা গ্রহণের জন্য এখন আর মূল ভূখণ্ডে আসার প্রয়োজন হবে না।স্থায়ীভাবে লাঘব হবে মানুষের দুর্ভোগ ও যাতায়াতের কষ্ট।
ভোলা-৪  আসনের মাননীয় সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জননেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মহোদয়ের দীর্ঘ প্রচেষ্টায় গঠিত হলো এই ইউনিয়ন। যা ইতিমধ্যে সরকারি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য এমপি জ্যাকব মহোদয়ের প্রচেষ্টায় ইতিপূর্বে চরফ্যাশন উপজেলায় ৩টি নতুন থানা ও ৮টি নতুন ইউনিয়ন গঠিত হয়েছে।মনপুরা উপজেলায় "কলাতলী" হচ্ছে তাঁর প্রচেষ্টায় নবগঠিত ৯ম ইউনিয়ন। কলাতলীতে ইতিপূর্বে পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন করেছেন তিনি।
জনস্বার্থে মাত্র ১টি নির্বাচনী এলাকায় এরূপ প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বাংলাদেশের ইতিহাসে বিরল।