চরফ্যাশনে অগ্নিকান্ড ভস্মিভূত ম্হান পরিদর্শন করলেন এমপি জ্যাকব

চরফ্যাশনে অগ্নিকান্ড  ভস্মিভূত ম্হান পরিদর্শন করলেন এমপি জ্যাকব

এম আবুসিদ্দিক: ভোলার চরফ্যাশন সদর রোড শরীফ পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৫টি দোকানপাট।অগ্নিকান্ডে ব্যবসায়িদের প্রায় ৫ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 
শনিবার রাত আনুমানিক ২ টা৩০মিঃ সদর রোড ইয়াকুব মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 মধ্যরাতে হাই ভল্টেজের কারনে বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে স্হানীয় সুত্রে জানা গেছে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের টিনসেড দোকানগুলোতে।খবর পেয়ে  সাথে সাথে ছুটে আসে চরফ্যাশনের ফায়ার সার্ভিস কর্মীরা।তারা ফ্যাশন স্কয়ারের পুকুর থেকে পানির সংযোগ দিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

 ইয়াকুব মার্কেটের ১৫ টি  দোকানের মধ্যে ২টি পার্টসের দোকান, ৩টি স্টিলের আলমিরা দোকান, ৩ টি ইলেকট্রনিক্স দোকান, ১টি গ্লাসের দোকান, ১টি লন্ডির দোকান, ২টি লেপ-তোষকের দোকান,,৪ টি মুদি দোকান। উপজেলা প্রশাসন প্রাথমিকভাবে ৫কোটি ২০লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তালিকা প্রনয়ন করেছে।

খবর পেয়ে  রবিবার বিকালে ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদৃল্রাহ আল ইসলাম জ্যাকব অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ এলাকা পরিদর্শন শেষে ব্যাবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।