চরফ্যাশনে জাতীয় গ্রিডের সাব স্টেশনে ৪০০ কোটি টাকা বরাদ্দ

চরফ্যাশনে জাতীয় গ্রিডের সাব স্টেশনে  ৪০০ কোটি টাকা বরাদ্দ

আজ একনেক সভায় "দক্ষিণ পশ্চিমাঞ্চলী ট্রান্সমিশন- গ্রিড সম্প্রসারণ" প্রকল্পের আওতায় বোরহানউদ্দিন পাওয়ার প্লান্ট হইতে চরফ্যাসন পর্যন্ত বিদ্যুতের জাতীয় গ্রিড লাইন (সাবস্টেশন সহ) নির্মাণের জন্য প্রায় ৪০০ কোটি টাকা অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
ইতিমধ্যে সাবস্টেশন নির্মাণের জন্য কাসেমগঞ্জ মৌজায় পাঁচ একর জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে চরফ্যাসনে বিদ্যুতের ট্রান্সমিশন সমস্যার স্থায়ী সমাধান হবে।