চরফ্যাশনে প্রতারণার মামলায় সানমুন মিজান জেল হাজতে-সংবাদ চিত্র

চরফ্যাশনে প্রতারণার মামলায় সানমুন মিজান জেল হাজতে-সংবাদ চিত্র

চরফ্যাশন বাজারের  ব্যবসায়ী সারেং ফার্ণিচারের মালিক মোঃরিয়াদ হোসেন খোকনের দায়েরকৃত ২০ লক্ষ টাকার  চেক জালিয়াতির প্রতারণা মামলায় তাকে আজ বৃহস্পতিবার  দুপুর ১টায় হাসপাতালের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।তার বিরুদ্ধে ভোলা আদালতে প্রতারনার মামলা হয়েছে।

মামলা নং সি আর ৬৮০/২০২১।
এ ব্যাপারে চরফ্যাসন থানার ওসি জনাব মনির হোসেন মিয়া গণমাধ্যমকর্মিদের বলেন,আটকের পর মিজানকে চরফ্যাসন আদালতে নেয়া হয়েছে।এরপরে চরফ্যাশন আদালতের বিজ্ঞ বিচারক  তাকে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন।সে বর্তমানে ভোলা জেলহাজতে আছে।
জানা গেছে, মোঃমিজান বিভিন্ন সাধারণ মানুষের সাথে জমি জমা  বিষয়ে জাল জালিয়াতি ও প্রতারনা করে  লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।এক সময়ে সে খলিফার কাজ করতো,পরে ট্রেইলারের মালিক বনে যান।এরপরে শুরু জমিজমা কেনাবেচার কাজ করে।দালালী প্রতারনার মাধ্যমে কোটিপতি!পৌর শহরের প্রানকেন্দ্র ভদ্রপাড়া এলাকায় নির্মাণ করেন পাচতলা বিল্ডিং।এসব করেছেন জালজালিয়াতি ও প্রতারনার মাধ্যমে। এসব অপকর্ম করে মিজান বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের  ছত্রছোয়ায় ছিলেন।তার বিষয়ে বিভিন্ন ভূক্তভোগীদের অভিযোগ গন্যমান্য ব্যক্তিরা সামাজিক ফয়সালা  দিলেও সে কোন রায়ের প্রতি শ্রদ্ধাশীল ছিলনা।