সিত্রাংয়ে ক্ষতিগ্রস্হদের মাঝে কুকরিতে পরিবার উন্নয়ন সংস্থার অর্থ বিতরণ

সিত্রাংয়ে ক্ষতিগ্রস্হদের মাঝে কুকরিতে পরিবার উন্নয়ন সংস্থার অর্থ বিতরণ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে নগদ অর্থ, বিতরণ করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) । “জাইকা” এর অর্থায়নে পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) চর কুকরী মুকরীতে “ সাইক্লোন সুরক্ষা” নামক প্রকল্প বাস্তবায়ন করছেন। এ প্রকল্পের মূল উদ্দেশ্য হল  চর কুকরী মুকরী এলাকার ৫০ কিঃমিঃ এর ভীতরে ৬৩ কিঃমিঃ এর বেশী গতিতে ঘূর্ণী ঝড় প্রবাহিত হলে পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর সদস্যগন জাইকার জরুরী অর্থ সহায়তার আওতায় আনা হয়েছে। 
এছাড়াও এ প্রকল্পের আওতায় ১৬০২ জন  সদস্যকে “ সাইক্লোন সুরক্ষা” বিষয়ক প্রশিক্ষন প্রদান করা হয়। গত ২৪.১০.২০২২ ইং রোজ সমবার চরকুকরী মুকরীতে ৬৩ কিঃমিঃ গতিতে ঘূর্ণী ঝড় সিত্রাং আঘাত হানে। ঘূর্নীঝড় সিত্রাং কর্তৃক সাইক্লোন সুরক্ষা সেবার শর্তসমুহ পূরন হওয়ায় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর চর কুকরী মুকরী শাখার প্রশিক্ষন প্রাপ্ত সকল সদস্যকে অদ্য ৩০ অক্টোবর বেসরকারী উন্নয়ন সংস্থা এফডিএ এর চরকুকরী মুকরী কার্যালয়ে ও সমিতিতে ঘূর্নীঝড় সিত্রাং কর্তৃক সাইক্লোন সুরক্ষা সেবার জরুরী অর্থ সহায়তা প্রদান কার্যক্রম চালু হয়। উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাইকা হতে জনাবা, মাহবুবা রহমান  এবং সংস্থার পক্ষে  মোঃ এবি ছিদ্দিক ( সহ-সমন্বয়কারী ঋণ)। এই সময় প্রশিক্ষন প্রাপ্ত সকল সদস্যদেও হতে ৫০০ টাকা করে মোট ৮,০১,০০০ জরুরী অর্থ সহায়তা প্রদান করা হয়।