চরফ্যাশনে নিহত জেলে পরিবারকে শুভসংঘের খাবার বিতরণ | সংবাদ চিত্র

চরফ্যাশনে নিহত জেলে পরিবারকে শুভসংঘের খাবার বিতরণ | সংবাদ চিত্র
চরফ্যাশনে নিহত জেলে পরিবারকে শুভসংঘের খাবার বিতরণ | সংবাদ চিত্র

ভোলার চরফ্যাশনে দুস্থ ও নিহত জেলে পরিবারের মাঝে  ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের দৈনিক কালের কন্ঠের স্বেচ্ছাসেবি সংগঠন"শুভসংঘ" থেকে আজ ৫ জুলাই বুধবার প্রেসক্লাব হলরুমে ১১দুস্থ অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়।

চরফ্যাশন শুভসংঘের সভাপতি নুরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণমাধ্যমকর্মি আমির হোসেন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের প্রভাষক ইউছুফ হোসাইন ইমন অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন শুভ সংঘের উপদেস্টা পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু, অধ্যাপক খোরশেদ আলম, অধ্যাপক মহিউদ্দিন বাচ্চু, চরফ্যাশন প্রেসক্লাবের  সিনিয়র সহসভাপতি আবু সিদ্দিক, সহসভাপতি ইয়াছিন আরাফাত, সহসভাপতি কামাল হোসেন মিয়াজি, ব্যবসায়ী সমিতির যুগ্নসম্পাদক মাইনুল ইসলাম মনির।
অনুষ্টানের সার্বিক সঞ্চালনায় ছিলেন কালের কন্ঠের চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি কামরুল সিকদার। আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মি  প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক   জামাল মোল্লা,প্রচার সম্পাদক অশোক সাহা  দপ্তর সম্পাদক মিজানুর রহমান নয়ন, টিটিভির ম্যানেজিং ডিরেক্টর তসলিম আকন, স্বেচ্ছাসেবিকর্মি ও মানবতার সেবক মাহবুবুল আলম আপন।

২৫ জুন সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে  নিহত জেলে শিহাবের পিতা আবুল কালাম বলেন, অভাবের কারনে একমাত্র ছেলে  নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে  লাশ হয়ে ফিরলো। শুভসংঘ  আমাদের অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়িয়েছে।আল্লাহ বসুন্ধরা গ্রুপের মালিক  কালের কন্ঠ ও তাদের মানবতাসেবি সংগঠন শুভসংঘের সকলকে সুখে শান্তিতে রাখুক।
এছাড়া পত্রিকা এজেন্ট কবির হোসেনকে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজসহ পাঁচদিনের খাবার দেয়া হয়।