চরফ্যাশনে মেধাবী শিক্ষার্থীকে কোস্ট ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক প্রদান

চরফ্যাশনে মেধাবী শিক্ষার্থীকে কোস্ট ফাউন্ডেশনের  আর্থিক সহায়তার চেক প্রদান
মেধাবী শিক্ষার্থী লিপির হাতে কোস্ট ফাউন্ডেশনের আর্থিক সহায়তা চেক প্রদান করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান ছবি-সংবাদ চিত্র

ভোলার চরফ্যাশনে মেধাবী শিক্ষার্থী লিপি বেগমকে পড়ালেখার খরচ চালাতে আর্থিক সহায়তা প্রদান করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা কোস্ট ফাউন্ডেশন।

আজ ২৩ জুলাই রবিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে একটি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান মেধাবী ছাত্রী লিপির হাতে ১২ হাজার টাকার চেক তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশনের ভোলা জেলার সহকারি পরিচালক রাশেদা বেগম ও কোস্ট ফাউন্ডেশন জিন্নাগড় শাখা ব্যবস্থাপক মোঃ হেলাল।

লিপি চরফ্যাশন উপজেলার জিন্নগড় ইউনিয়নের  এক হতদরিদ্র রিক্সা চালকের মেয়ে।দ্রব্যমুল্যের উর্ধগতিতে বাবা- মায়ের অভাব অনটনের সংসারে সাত ভাইবোনের জীবন জীবিকা ও ভরনপোষনে হিমসিম। এরপর তাদের পক্ষে মেধাবী মেয়ের লেখাপড়া করানোর সাধ্য নেই বাবার। অভাবের মধ্যে টানাপড়েনের সংসার। কস্টের মধ্যেও  লিপি মেধা তালিকায় মেট্রিক পাশ করে।লিপি এখন চরফ্যাশন সরকারি কলেজে একাদশ শ্রেনীতে পড়ালেখা করছে।আর্থিক সংকটে পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম।

লিপির ইচ্ছা ভবিশ্যতে  সুশিক্ষা অর্জন করে উচ্চ শিক্ষায়  শিক্ষিত হবে। কিন্তু বাবার সাধ আছে কিন্তু সাধ্য নেই।  এদিকে মেয়ে পড়ালেখা করতে আগ্রহী।  দরিদ্র বাবা বিত্তবানদের দ্বারে ঘুরে আশাহত।স্বেচ্ছাসেবি সংস্থা কোস্ট ফাউন্ডেশন স্বেচ্ছায় আর্থিক সহায়তা নিয়ে পাশে দাড়ায় দরিদ্র্র এই শিক্ষার্থী লিপির পাশে। পড়ালেখার খরচ যোগান দিতে আগ্রহী কোস্ট।

আর্থিক সহায়তার চেক পেয়ে লিপির স্বপ্ন পুরণ হবে  ভবিশ্যতে সেই আশায় স্বপ্ন দেখছে।কোস্ট ফাউন্ডেশন যেসব মেধাবী শিক্ষার্থীরা পড়ালেখা করতে আগ্রহী এমন খাতে  স্বেচ্ছায় বিনিয়োগ করছে।