মাহবুব তালুকদার লেখক হিসেবেই বেঁচে থাকবেন: সিইসি

মাহবুব তালুকদার লেখক হিসেবেই বেঁচে থাকবেন: সিইসি
সাবেক ইসি মাহাবুব তালুকদারের কফিনে পুস্পমাল্য দিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে ঢাকা জেলা প্রশাসনের শ্রদ্ধা জ্ঞাপন ছবি- এম আবু সিদ্দিক

 এম আবু সিদ্দিক।। সাবেক নির্বাচন কমিশনার, কবি ও সাহিত্যিক মাহবুব তালুকদারকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুম্মা জানাজা শেষে  আজ বিকেলে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। খতিব হাফেজ মুফতি মাওলানা মো. রুহুল আমিন জানাজায় ইমামতি করেন। জানাজায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ, ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম, মরহুমের ছেলে শোভন মাহবুব, আত্মীয়-স্বজন, শুভানুধ্যয়ী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।


মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমার কাছে তার পরিচয় একজন লেখক হিসেবে। ইতিহাস নিয়ে তিনি বেশ ভালো কিছু লিখেছেন। মাহবুব তালুকদার লেখক হিসেবেই বেঁচে থাকবেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন।