ঐক্যের বার্তা নিয়ে আ.লীগ নেতারা নিজ নিজ এলাকায় এবার ঈদে | সংবাদ চিত্র

ঐক্যের বার্তা নিয়ে আ.লীগ নেতারা নিজ নিজ এলাকায় এবার ঈদে | সংবাদ চিত্র

দলের সর্বস্তরে ঐক্য চান ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সেই বার্তা নিয়েই এলাকায় যাচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ঈদ উদযাপন করার পাশাপাশি দলের নেতাকর্মীদের পুরনো দ্বন্দ্ব-কোন্দল ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেবেন তারা। আগামী সংসদ নির্বাচনে জিততে হলে যে দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সেই গুরুত্ব তুলে ধরতেই এবার ঈদে এলাকামুখী নেতারা।

আওয়ামী লীগ নেতারা বলছেন, কর্মসূত্রে মানুষ বিভিন্ন এলাকায় বসবাস করে। কিন্তু পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদের বেশির ভাগই গ্রামে ফিরে যান। এই সময়ে এলাকায় থাকলে মানুষের সঙ্গে দেখা হয়, একই সঙ্গে জনসংযোগের কাজও হয়ে যায়। তাই অধিকাংশ নেতাই চেষ্টা করেন নিজ জেলায় ঈদ উদযাপন করতে। আবার যারা ঈদের সময় থাকতে পারেন না, তারাও ঈদের আগে এলাকা থেকে ঘুরে আসেন। ফোনে এবং ভার্চুয়াল মাধ্যমে নিজ নিজ এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। পাশাপাশি নিজ নির্বাচনী এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য পাঠিয়েছেন ঈদ উপহার। কেউ কেউ কোরবানি দেওয়ার জন্য স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে গরু-ছাগলও কিনে দিয়েছেন। আগামী জাতীয় নির্বাচন নিয়ে নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হবে বলে জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান।

তিনি বলেন, ‘সব দ্বিধা-দ্বন্দ্ব, বিভেদ, বিচ্ছেদ সব ভুলে গিয়ে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে তার মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য দল ও জনগণকে সংগঠিত করতে নির্দেশনা দেওয়া হবে। ’
দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম  বলেন, ‘প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবনে অন্যতম সফলতা হচ্ছে পদ্মা সেতু। সেতু উদ্বোধনের উৎসবের পরে এখন আবার আসছে ঈদুল আজহা। আমরা উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে ঈদ পালন করব, উৎসাহ-উদ্দীপনা নিয়েই আমরা এখন সাংগঠনিক কাজ শুরু করব। তিনি বলেন, ‘নির্বাচনী বৈতরণী পার হওয়া পর্যন্ত আমরা এই গতিতে এগিয়ে যাব। ’

বরাবরের মতো এবারও রাজধানী ঢাকায় ঈদ উদযাপন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাভাবিক সময়ে প্রধানমন্ত্রী ঈদের দিন আওয়ামী লীগসহ রাজনৈতিক দলের নেতাকর্মী, বিদেশি কূটনীতিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় 
করতেন। তবে করোনার কারণে গত পাঁচ ঈদের মতো এবার ঈদুল আজহার দিনে প্রধানমন্ত্রীর কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি।

গণভবন সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক কর্মসূচি না থাকলেও ফোনে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদেরদিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছো বিনিময় করবেন। এছাড়া অডিও এবং ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার পরিবারের সদস্য ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে ঈদ উদযাপন করবেন তিনি।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুও রাজধানীর ইস্কাটনের বাসায় ঈদুল আজহা উদযাপন করবেন। উপদেষ্টা পরিষদের আরেক সদস্য তোফায়েল আহমেদ শারীরিকভাবে অসুস্থ। তিনি চিকিৎসার জন্য দেশে বাইরে আছেন।

দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবার ঈদ করবেন ঢাকায়। ঈদুল ফিতরে  নোয়াখালীর নির্বাচনী এলাকায় গেলেও এবার তিনি যাবেন না।
ঈদের আগে কয়েক দিন আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও ফারুক খান তাদের নির্বাচনী এলাকা যথাক্রমে শেরপুর ও গোপালগঞ্জ থেকে ঘুরে এসেছেন। তারা ঢাকায় ঈদ উদযাপন করবেন। সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ ও জাহাঙ্গীর কবির নানক ঈদ করবেন ঢাকায়।

নিজ জেলা টাঙ্গাইলে ঈদ উদযাপন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। এরই মধ্যে ফরিদপুরে অবস্থান করছেন আরেক সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান।তিনি মাদারীপুরে ঈদ উদ্যাপন করবেন সভাপতিমণ্ডলীর অন্য সদস্য শাজাহান খান।
দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ উদযাপন করতে এরই মধ্যে নিজ জেলায় কুষ্টিয়ায় গেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদও ঈদ করবেন নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মানুষদের সঙ্গে। আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমও ঈদ উদযাপন করতে মাদারীপুরে চলে গেছেন।

নিজ জেলা জামালপুরেই ঈদ উদযাপন করবেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেন পটুয়াখালীতে, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান চট্টগ্রামে। ঢাকায় থাকবেন কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন। ঈদের পরের দিন নিজ জেলা জয়পুরহাট যাবেন সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য  আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবারও ঈদ করছেন চরফ্যাশনে।তিনি ঈদের দুইদিন আগে স্বপরিবারে তার নির্বাচনী এলাকায় অবস্হান করছেন। মঙ্গলবার দলীয় নেতাকর্মিদের নিয়ে এমপি জ্যাকব তার বাসায় ঈদ পূণর্মিলনী  ও বর্ধিতসভার উপস্হিত থাকবেন।এই তথ্য নিশ্চিত করেছেন আ.লীগ নেতা অধ্যক্ষ  মনির আহমেদ শুভ্র।

মাহবুব-উল আলম হানিফ  বলেন, ‘ঈদুল আজহার মূল বাণী হচ্ছে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক মানুষের জীবন। মানব কল্যাণে সবাই নিয়োজিত হোক। দলের নেতাকর্মীদের ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে রাজনীতি করা এবং জনগণের পাশে দাঁড়ানোর জন্য দলীয়ভাবে  নির্দেশনা দেয়া হয়েছে এবারের ঈদে।