চরফ্যাসন নিত্যপণ্যের খোঁজখবর নিলেন নওরীন হক | সংবাদ চিত্র

চরফ্যাসন নিত্যপণ্যের খোঁজখবর নিলেন নওরীন হক  | সংবাদ চিত্র

নুরুল্লাহ ভূইয়া, প্রধান প্রতিবেদক : চরফ্যাসনে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সরকারের বেঁধে দেওয়া সীমার মধ্যে রাখার লক্ষে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  নওরীন হক। শনিবার দুপুর ১২ টায় চরফ্যাসন বাজারে বিভিন্ন পাইকারি ও খুচরা মুদি দোকানে গিয়ে তিনি পন্যের মূল্য তালিকা যাচাই করেন। বাজার ঘুরে   তিনি বাজারের দোকানগুলোতে আলু ও পেয়াজের পর্যাপ্ত যোগান দেখতে পান। এ সময় কয়েকটি দোকানে যথাযথভাবে মূল্য তালিকা না পাওয়ায় দোকানদারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানসহ সতর্ক করেন। 

মনিটরিং চলাকালে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মনির উদ্দিন চাষী, মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি মাঈনুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ সহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নওরীন হক বলেন, নিত্যপ্রয়োজনীয় পন্যসামগ্রী সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখার জন্য বাজারে সরকারের বেঁধে দেওয়া মূল্য তালিকা বাস্তবায়ন কঠোরভাবে মনিটরিং চালবে , ধারাবাহিকভাবে এ ধারা অব্যাহত থাকবে।