পাঁচ বছরে বাংলাদেশে দেড় লাখ রোহিঙ্গা শিশুর জন্ম | সংবাদ চিত্র

পাঁচ বছরে বাংলাদেশে দেড় লাখ রোহিঙ্গা শিশুর জন্ম | সংবাদ চিত্র
পাঁচ বছরে বাংলাদেশে দেড় লাখ রোহিঙ্গা শিশুর জন্ম | সংবাদ চিত্র

রোহিঙ্গা ক্যাম্পগুলোয় দিন দিন বাড়ছে রোহিঙ্গার সংখ্যা। গত পাঁচ বছরে রোহিঙ্গা পরিবারগুলোয় দেড় লাখের বেশি শিশুর জন্ম হয়েছে।

নতুন জন্ম নেওয়া রোহিঙ্গা শিশুদের সঠিক পরিসংখ্যান সরকারের কাছে না থাকলেও সংশ্লিষ্টদের মতে, বছরে কমবেশি ৩০ হাজার শিশুর জন্ম হচ্ছে ক্যাম্পগুলোয়। বেসরকারি এনজিও সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকেও শিশু জন্মহারের প্রায় অভিন্ন তথ্য জানানো হচ্ছে।


পরিবারগুলোয় বাল্যবিয়ে ও পুরুষের একাধিক বিয়ের প্রবণতার ফলে দিন দিন বাড়ছে রোহিঙ্গা জনসংখ্যা। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা ক্যাম্পগুলোয় জোরদার হচ্ছে জন্মনিয়ন্ত্রণ কর্মসূচি বা পরিবার পরিকল্পনা কার্যক্রম। পাশাপাশি রোহিঙ্গা নবজাতকদের নিবন্ধনের আওতায় আনারও উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরসি) অতিরিক্ত সচিব শাহ রেজোয়ান হায়াত বলেন ভাসানচরসহ উখিয়া-টেকনাফের ৩৪ শিবিরে নতুন-পুরান মিলে জাতিসংঘের হিসাবমতে ১০ লাখের বেশি রোহিঙ্গার নিবন্ধন রয়েছে।
ক্যাম্পগুলোয় বছরে গড়ে কমবেশি ৩০ থেকে ৩৫ হাজার শিশু জন্মগ্রহণ করছে। সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও এ সংখ্যার বিষয়ে প্রায় সবাই একমত। সে হিসেবে গত পাঁচ বছরে দেড় লাখের বেশি রোহিঙ্গা শিশুর জন্ম হয়েছে। এসব শিশু নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন