ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ জুন থেকে ভর্তি পরীক্ষা শুরু-সংবাদ চিত্র

s c

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ জুন থেকে  ভর্তি পরীক্ষা শুরু-সংবাদ চিত্র

আগামী ৩ জুন থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এছাড়াও গত বছরের ন্যায় এবারও বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে এ ভর্তি পরীক্ষা। কমতে যাচ্ছে ভর্তি আবেদনের যোগ্যতাও। 

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিন’স্ কমিটির এক সভায় ভর্তি পরীক্ষার বিষয়ে এ প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সাধারণ ভর্তি কমিটির সভায় এটি চূড়ান্ত করা হবে। বিশ্ববিদ্যালয়ের একাধিক ডিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

সভায় বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। ৩ জুন ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং ১১ জুন  সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৭ জুন অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদন ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত করা যাবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জিপিএ এর যোগ্যতাও কমাতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক-ইউনিটে আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে ন্যূনতম জিপিএ-৩.৫ সহ মোট ৮,  খ-ইউনিটে আলাদাভাবে জিপিএ-৩ সহ মোট ৭.৫ এবং গ-ইউনিটে আলাদাভাবে জিপিএ-৩.৫-সহ মোট ৭.৫ থাকতে হবে। বিভাগ পরিবর্তনের ঘ-ইউনিটে নিজ নিজ ইউনিটে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করা যাবে। এ ছাড়া চ-ইউনিটে আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে জিপিএ-৩-সহ মোট ৬.৫ থাকতে হবে।