ভোলার লালমোহনে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচী | সংবাদ চিত্র

ভোলার লালমোহনে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচী | সংবাদ চিত্র

চরফ্যাশন/লালমোহন প্রতিবেদক।। পুলিশি বাধার মুখে পন্ড হয়ে গেছে ভোলার লালমোহন উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল। বিএনপির কেন্দ্র ঘোষিত ২২ আগস্ট থেকে সারাদেশের উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচির অংশ হিসেবে কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কে সকল মামলা থেকে নিঃশর্ত মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, তত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন, জ্বালানি তেল, গণপরিবহনের ভাড়া, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ অসহনীয় লোডশেডিং এবং ভোলায় পুলিশের গুলিতে বিএনপির দুজন নিহত হওয়ার প্রতিবাদে সমাবেশের আয়োজন করা হয়।  

বৃহস্পতিবার (৮সেপ্টম্বর) সকালে নেতাকর্মীরা লালমোহন উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করে। 
সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ ও ছাত্রলীগ,যুবলীগ তাদের বাঁধা দেয়।  পুলিশি বাধার মুখে দাঁড়াতে না পেরে স্থান ত্যাগ করেন বিএনপির নেতা-কর্মীরা।
লালমোহন বিএনপির সদস্য সচিব বাবুল পঞ্চায়েতের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে সারাদেশে বিএনপির আন্দোলন শুরু হয়েছে। এখন থেকে ধারাবাহিক আন্দোলন চলবে। দেশের মানুষের পাশে বিএনপি রয়েছে। জনগণের দল হিসেবে তাই আমরা মাঠে নেমেছি। এসময় অন্যান্যদের মধ্যে লালমোহন উপজেলা বিএনপির প্রতিটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।