চরফ্যাশনে সাগরে ঝড়ের কবলে ১৩ ট্রলার:নিখোঁজ ৬০ জেলের খোঁজ মেলেনি | সংবাদ চিত্র

চরফ্যাশনে সাগরে ঝড়ের কবলে ১৩ ট্রলার:নিখোঁজ  ৬০ জেলের  খোঁজ মেলেনি | সংবাদ চিত্র

চরফ্যাশনের উপকূলে বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে হঠাৎ ঝড়ের কবলে পড়ে অন্তত: ১৩ ফিশিং ট্রলার নিখোঁজের ঘটনা ঘটেছে। সাগরে মাছ ধরতে গিয়ে শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। ৯ ট্রলারসহ এখনও নিখোঁজ রয়েছে অন্তত ৬০জেলে।

আজ শনিবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত নিখোঁজ ১৩ ফিশিং নৌকার অন্তত: ৬০ জেলেদেরকে চরমন্তাজ,পটুয়াখালীর মহিপুর ও সুন্দরবন এলাকা থেকে কোস্টগার্ড পুলিশ ও স্থানীয় জেলেরা সাগরের কুল থেকে উদ্ধার করে। তারা ইতোমধ্যে যার যার বাড়িতে ফিরছে বলে জানা গেছে। ঝড়ের কবলে পড়ে মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের পরিবার পরিজন ও ট্রলার মালিকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

চরফ্যাশন উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড সূত্রে জানা গেছে, ঢালচর আবুল কালাম মাঝির ১২ জেলে, জাহাঙ্গীর তালুকদারের ৮ জেলে, শাহে আলম মাঝির ১২ জেলে, সামরাজের জামাল মাঝির ১২ জেলে, নাজিম মাঝির ১৪ জেলে, জাকির মাঝির ১৬ জেলে, ফারুক মাঝির ১২ জেলে, চর কুকরি মুকরির জহির মাঝির ১২ জেলে, নাছির মাঝির ১৩ জেলে, জাহানপুর দুলাল মাঝির ১৫ জেলে, খোকন মাঝির ১৫ জেলে, মান্নান মাঝির ১৫ জেলে এবং শফিউল্লাহ মাঝির ১৫জেলে। 

মাঝিমাল্লা ও ফিশিং ট্রলার সহ ঝড়ের মধ্যে পড়ে ১৪৪ জেলের মধ্যে ৮৪ জন উদ্ধার হলেও এখনও  নিখোঁজ রয়েছে অন্তত: ৬০জেলে।জাহানপুর ইউপি সদস্য সালাম সংবাদ চিত্র প্রতিবেদক কে জানান, এদের মধ্যে  জাহানপুর এলাকার খোকন মাঝি, শফিউল্লাহ মাঝি, ও মান্নান মাঝির ৪৭ জেলে ও সামরাজের ফারুক মাঝির ২৩ জেলেদের এখনও খোঁজ মিলেনি। সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে তারা নিখোঁজ হয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত মৎস্যঘাট গুলোতে নিঁখোজ জেলের খোজে স্বজনরা আহাজারি করছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহি কর্মকর্তা চলতি দায়িত্বে সহকারি কমিশনার(ভূমি) আবদুল মতিন খান জানান, ঝড়ের আগেই আমরা সতর্কীকরনে ডিভাইসের মাধ্যমে জেলেদের সিগনাল দিয়ে অবহিত করেছি। সাগর থেকে ফিরতে কয়েক ঘন্টা সময় লাগে। এরই মধ্যে ঝড়ের গতি প্রবল হওয়ায় তারা তীরে ফিরতে পারেনি।প্রশাসন তাদের উদ্ধারে তৎপর বলে তিনি জানান। 

কোস্টগার্ড দক্ষিন জোনের গোয়েন্দা কর্মকর্তা মাসুম বলেন, সাগরে ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে কোস্টগার্ডের টিম সাগরে  উদ্ধার অভিযানে তৎপর রয়েছে।