জিংক ধানের উৎপাদন বাড়াতে খাদ্য অধিদপ্তরের চরফ্যাশনে কর্মশালা | সংবাদ চিত্র

জিংক ধানের উৎপাদন বাড়াতে খাদ্য অধিদপ্তরের চরফ্যাশনে কর্মশালা | সংবাদ চিত্র

ভোলার চরফ্যাশনে জিংক সমৃদ্ধ ধানের উৎপাদন ও চালের প্রচার ও সম্প্রসারণ বিষয়ক বরিশাল বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (২৯ অক্টোবর) খাদ্য অধিদপ্তর, হারভেস্ট প্লাস ও গেইন এর যৌথ আয়োজনে  চরফ্যাশন উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেন। 

বিশেষ অতিথি খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন, গেইনের পোর্টফলিও লিড  মোঃ আশেক মাহফুজ , হারভেস্ট প্লাসের কান্ট্রি ম্যানেজার ডঃ খাইরুল বাশার,উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান,কৃষি কর্মকর্তা ওমর ফারুক,পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু,চরফ্যাশন সার্কেলের এএসপি মোঃ মাসুম। 

কর্মশালায়  মানব শরীরে জিংকের গুরুত্ব তুলে ধরা হয়। জিংক সমৃদ্ধ ধান চাষ এবং চালের মাধ্যমে মানুষের শরীরে জিংকের চাহিদা পূরণের ওপর গুরুত্ব আরোপ  করা হয়। 

খাদ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে  সকাল ১০-২টা পর্যন্ত টানা এই কর্মশালা  শেষ হয়।
কর্মশালায় খাদ্য ও কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও কর্মি চিকিৎসক,কৃষক, গণমাধ্যমকর্মিসহ কৃষকসহ বিভিন্ন পেশাজীবির মানুষ অংশ গ্রহণ নেন।
এর আগে শহরে পেস্টুন ব্যানার নিয়ে  রেলি অনুষ্ঠিত হয়।