চরফ্যাশনে প্রভাষক আনোয়ার হোসেনের আইডি হ্যাক করে প্রতারনা | সংবাদ চিত্র

চরফ্যাশনে প্রভাষক আনোয়ার হোসেনের আইডি হ্যাক করে প্রতারনা | সংবাদ চিত্র
করিমজান মহিলা মাদরাসার ইংরেজী প্রভাষক আনোয়ার হোসেন

ভোলার চরফ্যাশন করিমজান মহিলা কামিল মাদরাসার ইংরেজী বিভাগের প্রভাষক আনোয়ার হোসেন এর ফেসবুক আইডি হ্যাক করে প্রতারনার অভিযোগে চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।যার নং ২৯১ তারিখ -০৭ সেপ্টেন্বর-২০২২।

তিনি "সংবাদ চিত্র"কে জানান, বহু বছর ধরে আনোযার হোসেন নামে একটি বৈধ ফেসবুক আইডি চালান। গত ৪ সেপ্টেন্বর ঢাকা অবস্হানকালে কোন  অসাধু চক্র  হঠাৎ আমার আইডি হ্যাক করে।

এরপর দুইদিন প্রযুক্তি ব্যবহার করে অনেক চেস্টার পরে গতকাল  মংগলবার ৬ই সেপ্টেন্বর রাত ৮টার দিকে আমার আইডি ফিরে পাই।

এরই মধ্যে আমার আইডি দিয়ে পরিচিতদের কাছে হ্যাকাররা কৌশলে টাকা পয়সা দাবি করতে পারে। আমার আইডি আমার নিয়ন্ত্রণে না থাকায় কোন অপ্রীতিকর ঘটনার জন্য আমি দায়ী নই। আইনগত সহায়তা চেয়ে এই মর্মে থানায় জিডির মাধ্যমে সকলকে অবগত করলাম।ঔই সময়ের মধ্যে কারও কাছে টাকা দাবি বা কোন অঘটন বা অশালিন ছবি কেউ আপলোডে করলে  তার জন্য আমি দায়ী নই।যার দায়ভার আমার উপর কোনভাবে  বর্তাবে না।

আমি পূর্বেরমত  আবারও সমাজিক যোগাযোগ মাধ্যম চালাতে সকলের সহযোগিতা কামনা করছি।