চরফ্যাশনে আলোচিত গৃহবধু চৈতি হত্যা মামলা পিআইবিকে পূণঃতদন্তের নির্দেশ-সংবাদ চিত্র

চরফ্যাশনে আলোচিত গৃহবধু চৈতি হত্যা মামলা পিআইবিকে পূণঃতদন্তের নির্দেশ-সংবাদ চিত্র

শাশ্বতী রায় চৈতি'র পরিবারের আবেদনের প্রেক্ষিতে আজ ১লা জুন বিজ্ঞ  আদালত- পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) বরিশাল এর উপর পুনরায় লাশের পোস্টমর্টেমসহ পক্ষপাতমুক্ত সঠিক ও সুষ্ঠু  পূণঃতদন্তের দায়িত্ব অর্পণ করেছেন।

উল্লেখ্য চরফ্যাশন পৌরসভা ৪নং ওয়ার্ড কলেজ পাড়ার সুভাষ চন্দ্র রায় এর মেয়ে শাশ্বতী রায় চৈতীর সাথে গত ১ ফেব্রুয়ারী ২০২১ খ্রি: তারিখে পার্শ্ববর্তী সমির মজুমদার এর বড় ছেলে মানস মজুমদার শাওন এর সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়৷ অনেক ঘটনার পর ৫ মার্চ ২০২২ খ্রিঃ তারিখ দিবাগত রাতে গৃহবধূ চৈতীর লাশ শশুর বাড়ির একটি কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পুলিশ উদ্ধার করেছে।থানায় মামলা নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে চৈতির বাবার পরিবার।