চরফ্যাশন হাসপাতাল পেল স্বাস্থ্যমন্ত্রী পুরস্কার

charfassion helth

চরফ্যাশন হাসপাতাল পেল স্বাস্থ্যমন্ত্রী পুরস্কার

এম,আবু সিদ্দিক: আজ ৩১ মার্চ,২০২২ ঢাকার ওসমানী স্মৃতি মিলানয়তনে অনুষ্ঠিত হয় "স্বাস্হ্যমন্ত্রী জাতীয় পুরষ্কার ২০২০"। 
 অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য ব্যবস্থা গঠনের ৬ টি মূলনীতিকে প্রধান কাঠামো বিবেচনায় নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস কর্তৃক প্রান্তিক পর্যায়ের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত এবং স্নাতকোত্তর হাসপাতাল সমূহ থেকে সংগৃহীত তথ্য ও উপাত্ত সমূহের ভিত্তিতে প্রতিবছর এই জাতীয় পুরষ্কারের আয়োজন করা হয় । 

স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানসমূহের কর্মদক্ষতা মূল্যায়ন, মর্যাদাক্রম নির্ণয় ও সেই অনুযায়ী পুরস্কার প্রদানের মাধ্যমে "সকলকে পেশাদারিত্বে উদ্বুদ্ধ করা ও উৎসাহ প্রদান করার উদ্দেশ্যে ২০১৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহযোগিতায় হেলথ সিস্টেম স্ট্রেন্থদেনিং কার্যক্রম চালু করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য ব্যবস্থা গঠনের ৬ টি মূলনীতিকে প্রধান কাঠামো বিবেচনায় নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস কর্তৃক প্রান্তিক পর্যায়ের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত এবং স্নাতকোত্তর হাসপাতাল সমূহ থেকে সংগৃহীত তথ্য ও উপাত্ত সমূহের ভিত্তিতে প্রাথমিক মূল্যায়ন করা হয়। এ কাজের জন্য বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত চারটি স্বতন্ত্র টুল ব্যবহার করে যাচাই করা হয়।

বাংলাদেশ সরকার ২০১৪ সাল থেকে এইচএসএস অর্থাৎ Health System Strengthening Initiative এর মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মদক্ষতা ও মর্যাদাক্রম মূল্যায়ন ও পুরস্কার প্রদানের উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্য ব্যবস্থার গঠন, শৃঙ্খলা, বিশ্লেষণ কাঠামোর সমন্বিত উদ্যোগগুলি সম্পর্কে ধারণাপত্র প্রস্তুত এবং বিকাশে প্রযুক্তিগত সহায়তা প্রদান করে আসছে।
এই মূল্যায়ন ব্যবস্থায় চারটি স্বতন্ত্র টুল ব্যবহার করা হয়েছে।
● প্রথম অনলাইন নিরীক্ষণ;
● দ্বিতীয় মাঠপর্যায়ে পর্যবেক্ষণ;
● তৃতীয় টুলস হল, সরজমিন মূল্যায়ন যা শীর্ষস্থানীয় স্বাস্থ্য সেবাদানকারী প্রতিস্থানসমূহ বাছাই এবং স্বাস্থ্য ব্যবস্থার অপূর্ণতা খুঁজে পাওয়ার জন্য মূল্যায়নকারীদের দ্বারা সংক্ষিপ্ত তালিকাভুক্ত কেন্দ্রের জন্য ব্যবহৃত হয়;
● চতুর্থ টুলস, রোগীর সন্তুষ্টি জরিপ যা সংক্ষিপ্ত তালিকাভুক্ত স্বাস্থ্য সেবাদানকারী প্রতিস্থানসমূহের বাস্তবিক বা সরেজমিন মূল্যায়নসহ একই সাথে পরিচালিত হয়।

প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য সেপ্টেম্বর থেকে আগস্ট মাসের HSS মাসিক স্কোরের উপর ভিত্তি করে বার্ষিক স্কোর প্রস্তুত করা হয়। বার্ষিক স্কোরের উপর ভিত্তি করে সর্বোচ্চ স্কোর করা স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে সরেজমিন মূল্যায়ন এবং রোগীর সন্তুষ্টি যাচাই এর মাধ্যমে মূল্যায়নের জন্য পুরস্কারের সংখ্যার তিন গুণ এবং বার্ষিক স্কোরের ৮০% অর্জন করা সাপেক্ষে বেছে নেয়া হয়।

পুরষ্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের নামগুলো  হল বেস্ট ইনোভেটিভ এওয়ার্ড"- মানিকগঞ্জ সদর উপজেলা হেলথবি শেষ ক্যাটাগরিতে- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

৩ টি শীর্ষ মেডিকেল কলেজ হাসপাতাল   - 
১। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
২। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া
৩। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

২ টি শীর্ষ বিশেষায়িত স্নাতকোত্তর প্রতিষ্ঠান এবং হাসপাতাল   - 
1. National Institute of Neurosciences & Hospital
2. National Institute of Opthalmology and Hospital

২ টি শীর্ষ বিভাগীয় স্বাস্থ্য অফিস- 
১। KHULNA DIVISIONAL HEALTH OFFICE 
2. BARISHAL DIVISIONAL HEALTH OFFICE

৫ টি শীর্ষ সিভিল সার্জন অফিস  - 
১। সিভিল সার্জন অফিস ঝিনাইদহ
২। যশোর সিভিল সার্জন অফিস 
৩। সাতক্ষিরা সিভিল সার্জন অফিস
৪। লক্ষ্মীপুর সিভিল সার্জন অফিস
৫। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস

৫ টি শীর্ষ বিভাগীয় হাসপাতাল - 
১। ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল,কিশোরগঞ্জ
২. কক্সবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল।
৩। ঝিনাইদহ সদর হাসপাতাল
৪। লক্ষ্মীপুর সদর হাসপাতাল
৫। পিরোজপুর সদর হাসপাতাল

১০ টি শীর্ষ উপজেলা হেলথ কমপ্লেক্স - 
১। চৌগাছা উপজেলা হেলথ কমপ্লেক্স, যশোর 
২। কোটচাঁদপুর উপজেলা হেলথ কমপ্লেক্স, ঝিনাইদাহ 
৩। কেশবপুর উপজেলা হেলথ কমপ্লেক্স,যশোর 
৪। কাপাসিয়া উপজেলা হেলথ কমপ্লেক্স, গাজীপুর 
৫। অভয়নগর উপজেলা হেলথ কমপ্লেক্স, যশোর 
৬। বানারিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরিশাল 
৭। ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যশোর 
৮। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদাহ 
৯। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঢাকা 
১০। মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহ

৮ টি শীর্ষ উপজেলা হেলথ কমপ্লেক্স (বিভাগীয়) - 
১। নাজিরপুর উপজেলা হেলথ কমপ্লেক্স , পিরোজপুর 
২। রামগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্স ,লক্ষ্মীপুর 
৩। শিবপুর উপজেলা হেলথ কমপ্লেক্স , নরসিংদী 
৪। দেভাতা উপজেলা হেলথ কমপ্লেক্স , সাতক্ষিরা 
৫। মাদারগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্স , জামালপুর 
৬। শিবগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্স ,বগুড়া 
৭। বিরগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্স , দিনাজপুর 
৮। বাহুবল উপজেলা হেলথ কমপ্লেক্স , হবিগঞ্জ

১০ টি শীর্ষ উপজেলা হেলথ অফিস/ কমপ্লেক্স (কমিউনিটি হেলথ সার্ভিস) - 
১। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , যশোর
২। ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খুলনা 
৩। বানারিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরিশাল 
৪। কুমারখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া 
৫। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষিরা 
৬। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষিরা
৭। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরগুনা 
৮। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষিরা 
৯। মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদাহ 
১০। ভোলা জেলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

বিশ্ব স্বাস্হ্য সংস্হার কারিগরি সহায়তায় স্বাস্হ্য সেবায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে স্বাস্হ্যমন্ত্রী জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে চরফ্যশন হাসপাতাল।কোভিডের কারনে২০২০ সালে এই পুরস্কার দেয়া সন্ভব হয়নি।

কোর ও টেকনিক্যাল এডভাইজারি কমিটির যাচাই বাচাই ও সুপারিশক্রমে স্বাস্হ্যসেবায় অবদান রাখায়  আজ ৩১মার্চ,২০২২রোজ বৃহস্পতিবার  ঢাকা ওসমমানী স্মৃতি মিলনায়তনে চরফ্যাশন হাসপাতালের পক্ষে এই পুস্কার গ্রহন করেন স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন বসাক।