চরফ্যাশনে সাগরে ভেসে আসা বার্জের পরিচয় মিলেছে | সংবাদ চিত্র

চরফ্যাশনে সাগরে ভেসে আসা বার্জের পরিচয় মিলেছে | সংবাদ চিত্র
চরফ্যাশনে সাগরে ভেসে আসা বার্জের নিরাপত্তায় চরমানিকা কোস্টগার্ড সদস্যরা।
চরফ্যাশনে সাগরে ভেসে আসা বার্জের পরিচয় মিলেছে | সংবাদ চিত্র

ভোলার চরফ্যাশনে 
বিচ্ছিন্নদ্বীপ ঢালচরের চরনিজামের বঙ্গোপসাগর মোহনায় ভেসে আসা বার্জের পরিচয় মিলেছে।

বৈরী আবহাওয়ার কারণে “এ এম অ্যাকুয়ার্ড” নামে জাহাজ থেকে এটি বিচ্ছিন্ন হয়ে ভেসে সাগরে ভেসে আসে। বার্জটি বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের চরমানিকা কোষ্টগার্ড সদস্যরা নিরাপত্তায় রয়েছে। ভোলা থেকে কোস্টগার্ডের আরো ১০ সদস্যের আরও একটি টিম যাচ্ছে আজ শনিবার।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য নিশ্চিত করেছেন।দূর্গম এলাকা থেকে বার্গজের পরিচয় নিশ্চিত করে ছবি ও ভিডিও তুলে গণমাধ্যমকর্মিদের কাছে সরবরাহ করে।
কোস্টগার্ড এক  বিজ্ঞপ্তিতে জানান, বাজর্টি ভারত থেকে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের চলমান কাজের উদ্দেশ্যে  বাংলাদেশে আসার পথে বৈরী আবহাওয়ায় সাগরে বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি  আরও জানান,গতকাল শুক্রবার দুপুরে কোস্টগার্ড সদস্যরা বার্জটির  মালিক ও কাগজপত্রের  খোঁজ খবর নিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। বার্জটিতে একটি এক্সকোভটর (ভেকু), একটি পাথর ভাঙার মেশিন ও ১৩ হাজার মেট্রিক টন পাথর ছিল। বার্জটি বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের চরমানিকা কোষ্টগার্ড সদস্যরা নিরাপত্তায় রেখেছে। ভোলা জেলা প্রশাসককে বিষয়টি জানানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে উপজেলার চরনিজাম এলাকায় বঙ্গোপসাগরে ‘আল কুবতান’ নামের একটি জাহাজ সাগরে ভাসতে দেখেন স্থানীয়রা।পরে বিষয়টি স্থানীয়  ঢালচর ইউপি চেয়ারম্যান ও চরফ্যাশন উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে তারা বার্জের বিষয়ে তৎপর হয়।

 
স্থানীয়রা জানান, নাবিক ও জনবলবিহীন জাহাজটির ওপরের অংশ খোলা।বার্জে ছিল পাথর বোঝাই।এতে একটি ভেকু মেশিন, পাথর ভাঙার মেশিন ও  আরও অন্যান্য প্রয়োজনীয় মালামাল ছিল। বৃহস্পতিবার জনমানবহীন চরনিজামের অদূরে আটকা এই বার্জের অনেক মালামাল স্হানীয়রা ট্রলারযোগে লুটপাট করে নিয়ে গেছে।জাহানপুরের বশির মাঝি সাগরে মাছ ধরদে গিয়ে সর্বপ্রথম এই বার্জটি দেখেন।জাহানপুর থেকে নাবিকবিহীন বার্জে  রাতেই ট্রলার নিয়ে কাছে ভীড়ে একাধিক টিম।তাদের নিকটজন   থেকে জানা গেছে  ঐ জাহাজ থাকা তিনটি মটর সাইকেলসহ ভেকুর ইঞ্চিনের মালামাল নিয়ে যায়।