শিক্ষক দিবস:এমপিওভূক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করণ করা হোক | সংবাদ চিত্র

শিক্ষক দিবস:এমপিওভূক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করণ করা হোক | সংবাদ চিত্র
শিক্ষক দিবস:এমপিওভূক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করণ করা হোক | সংবাদ চিত্র

আজ (২৭ অক্টোবর)জাতীয় শিক্ষক দিবস।
প্রথমবারের মত শিক্ষামন্ত্রণালয় ও স্থানীয়ভাবে  যথাযোগ্যমর্যাদায় শিক্ষক সংগঠনগুলো দিবসটি পালন করছেন।

বৈষম্যমুক্ত শিক্ষা ব্যবস্থা হোক আজ জাতীয় শিক্ষক দিবসের  মুল প্রতিপাদ্য  আলোচ্য বিষয়। এই দিবসে মানুষ গড়ার কারিগড় শিক্ষকদের প্রাণের দাবি  সকল  এমপিও শিক্ষা প্রতিষ্টান সরকারিকরণ করা হোক।

আজ সকাল ১০টায় শহরে  অনুষ্ঠিত রেলিতে শিক্ষকদের সাথে চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন অংশ নেন।

পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনায় অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন মিয়া, অধ্যক্ষ আবদুল গফুর, অধ্যক্ষ মাওলানা মুহা: নুরুল আমিন, অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক,অধ্যাপক ফারুক রানা, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার খলিলুর রহমান, ট্যাফনাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানভীর আহমেদ ও  মডেল প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কালাম পলোয়ান।