জ্বালানী তেলের আমদানি শুল্ক পাঁচ শতাংশ কমল | সংবাদ চিত্র

জ্বালানী তেলের আমদানি শুল্ক পাঁচ শতাংশ কমল | সংবাদ চিত্র

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে চাল ও ডিজেল আমদানিতে শুল্ক কমানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আমদানিকারকরা এ শুল্ক ছাড় সুবিধা পাবেন। 

আজ রোববার এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 


প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল আমদানিতে শুল্ক-কর ছিল ৩৪ শতাংশ। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে আমদানি পর্যায়ে শুল্ক ৫ শতাংশ কমানো হয়েছে। অর্থাৎ এখন থেকে ডিজেল আমদানি করতে মোট ২২ দশমিক ৭৫ শতাংশ শুল্ক দিতে হবে। 

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ শুল্ক রেয়াতি সুবিধায় চাল ও ডিজেল আমদানি করা যাবে।  

এনবিআর জানিয়েছে, ডিজেল আমদানিতে ৫ শতাংশ অগ্রিম কর কমানো হয়েছে এবং কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

ভর্তুকি কমাতে চলতি মাসের শুরুতে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ ৫২ শতাংশ বাড়ায় সরকার। এরপর শুল্ক কমানোর দাবি ওঠে এবং এনবিআর আজ এই সিদ্ধান্তের কথা জানালো।