বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম-সংবাদ চিত্র

বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম-সংবাদ চিত্র

এম আবু সিদ্দিক।।টানা কয়েকদিনের বৃষ্টির অজুহাতে বাজারে সব ধরনের সবজির সঙ্গে রসুন, ডিম, পেঁপে, টমেটো, গাজর, কাঁচা মরিচের দাম বেশি বেড়েছে। রসুনের দাম বেড়ে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ছিল ১১০ টাকা। বর্তমানে ডিম ১২০ টাকা ডজন। গত সপ্তাহে যা ১০৫-১০৮ টাকা ছিল। টমেটো ৭০-৮০ এবং গাজর ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রোববার রাজধানীর কয়েকটি কাঁচা বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। 

বাজার সংশ্লিষ্টরা জানান, ঈদের ছুটি শেষে লোকজন ঢাকা ফেরায় সবজির দাম বেড়েছে। এছাড়া টানা বৃষ্টির প্রভাব রয়েছে। সরেজমিন দেখা যায়, রাজধানীর বিভিন্ন বাজারে টমেটো কেজিপ্রতি ৭০-৮০ দরে বিক্রি হচ্ছে। ঈদের পরের সপ্তাহে টমেটোর কেজি প্রতি দাম ছিল ৪০ টাকা। কাঁচা মরিচের দাম বেড়ে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সজনে ৮০ টাকা, নতুন কচুমুখি ৮০ টাকা, করলা ৬০, পেঁপে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁপের দাম কেজি ছিল ৪০ টাকা। পটল, মূলা, বরবটি ৫০ টাকা করে। ঢেঁডস, ঝিঙ্গা, চিচিঙ্গা ৪০ এবং লাল আলু ৩০ টাকা, সাদা আলু ২০, শসা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ ৪০-৪৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। ঈদের আগে ও পরের সপ্তাহে পেঁয়াজের দাম ছিল ৩০ টাকা কেজি। মিষ্টি কুমড়া ৬০ টাকা, লাউ ৫০, ফুলকপি ৫০, বাঁধাকপি ৪০ এবং চাল কুমড়া ৪০ টাকা পিস হিসেবে এবং কাঁচা কলা ৪০ টাকা ও লেবু ২০ টাকা হালিতে বিক্রি হচ্ছে